Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

কুয়াকাটায় অবৈধ ভাবে জমি দখল

১৫ মার্চ, ২০২২ ৪:৫৬ অপরাহ্ণ
কুয়াকাটায় অবৈধ ভাবে জমি দখল
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

কুয়াকাটায় মহাসড়কের পাশে বাউন্ডারি ঘেরা প্রায় ৩৫ লাখ টাকার জমি দখল করে নেয়ার অভিযোগ উঠেছে। নয় শতক জমির ক্রয়সূত্রে মালিক হেলাল আকন বাউন্ডারি দিয়ে ঘিরে রেখেছিলেন। এমনকি ওই জমি নিয়ে আদালতে রেকর্ড সংশোধনের মামলা পর্যন্ত চলমান রয়েছে। আদালতের মামলা নিস্পত্তি হওয়ার আগেই কুয়াকাটা পৌর মেয়র মো: আনোয়ার হাওলাদারের সালিশ সিদ্ধান্তে দখলদাররা নির্মাণ কাজ চালাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটার লতাচাপলী মৌজার এসএ ৯৬৪ খতিয়ানের পর্চামূলে বিএস ৫৮ নম্বর জেএল ভূক্ত ১৩৯৫, ৯৪৩, ১৬৯৯ ও ২০৬৬ নং খতিয়ানে কুয়াকাটা মহাসড়কের পাশে এ জমির অবস্থান। ওই জমি নিয়ে কলাপাড়া সিনিয়র সহকারী জজ আদালতের চলমান মামলায় একজন বিবাদীর আবেদনের প্রেক্ষিতে উক্ত জমি কী অবস্থায় আছে তা জানতে চেয়ে আদালত আদেশ প্রদান করেছেন। যার মামলা নম্বর ১৫৭৪/২০২১। কিন্তু আদালতের এসব নির্দেশনা বাস্তবায়নের আগেই স্থানীয় আ: মন্নান হাওলাদার গংরা জমিতে দখলকাজ শুরু করেছে।

ভুক্তভোগি হেলাল আকন এ প্রতিনিধিকে জানান, তিনি মোট ৩৯ শতক জমি কিনেছেন। যার মধ্যে নয় শতক দখল করে অভিযুক্তরা কাজ শুরু করেছে। তিনি এ ঘটনায় মহিপুর থানায় একটি জিডি জমা দিয়েছেন।

অভিযুক্তদের পক্ষে মাইনদ্দিন এ প্রতিবেদককে বলেন, এই জমি সংক্রান্ত সালিশ বৈঠক হয়েছে কুয়াকাটা মেয়রের অফিসে। সেখানে ফয়সালা হওয়ায় মেয়রের নির্দেশে তিনি কাজ করছেন।

এবিষয়ে এ্যাডভোকেট মো: আবুল বাশার সাংবাদিকদের জানায়, লোকাল ইন্সপেকশন হওয়ার আগে বিতর্কিত ভূমির আকৃতি পরিবর্তন করা আইন পরিপন্থি কাজ।

কুয়াকাটা পৌরসভার মেয়র মো: আনোয়ার হাওলাদার গনমাধ্যমকে বলেন, বিরোধীয় জমি নিয়ে উভয়পক্ষ পৌরসভায় বসে একটি ফয়সালা চেয়েছে। যা করা হয়েছে। এটা মানা না মানা তাঁদের ব্যাপার।

শেয়ার