Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

দুধ, ডিম ও মাংসের মূল্য নির্ধারণের দাবিতে খামারীদের মানববন্ধন

১৫ মার্চ, ২০২২ ৫:১২ অপরাহ্ণ
দুধ, ডিম ও মাংসের মূল্য নির্ধারণের দাবিতে খামারীদের মানববন্ধন
রংপুর প্রতিনিধি :

ডেইরী ও পোল্ট্রি খাদ্যের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দুধ, ডিম ও মাংসের মূল্য নির্ধারণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে রংপুর ডেইরী ফার্মারস এসোসিয়েশন ও পোল্ট্রি শিল্প মালিক সমিতি।

মঙ্গলবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে সংগঠন দুটি। ঘন্টাব্যাপী মানব্বন্ধনে কয়েক শতাধিক ডেইরী ও পোল্ট্রি শিল্প মালিক ও খামারীরা অংশ নেন।

দাবি আদায়ে মানববন্ধন সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ডেইরী ও পোল্ট্রি শিল্প মালিক ও খামারীরা।

মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, রংপুর পোল্ট্রি শিল্প মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, রংপুর ডেইরী ফার্মারস এসোসিয়েশনের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান ফুলুু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, ডেইরী ফার্মারস এসোসিয়েশনের সভাপতি লতিফুর রহমান মিলন, সাধারণ সম্পাদক আরমানুর রহমান লিংকন, রংপুর বিভাগ পোল্ট্রি শিল্প রক্ষা পরিষদের সভাপতি মাহাবুব হোসেন, খামারী ইস্তিয়াক হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, পোল্ট্রি ও ডেইরী খাদ্য ও খামারে ব্যবহৃত অন্যান্য দ্রব্যের দাম লাগামহীন হারে বৃদ্ধি পেয়েছে। সেই তুলনায় খামারে উৎপাদিত দুধ, ডিম ও মাংসের দাম বৃদ্ধি না হওয়ায় এই শিল্প ধ্বংস হওয়ার পথে। দিন দিন মানুষের কর্মসংস্থান কমে
যাচ্ছে। একই সাথে বেকারত্বের হারও বাড়ছে। দুধ সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো খাদ্যপণ্যের দাম বাড়ালেও দুধ ক্রয়ের মূল্য বৃদ্ধি না করায় খামারীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

মানববন্ধন সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রংপুরের জেলা প্রশাসক আসিব আহসানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করে ডেইরী ফার্মারস এসোসিয়েশন ও
পোল্ট্রি শিল্প মালিক সমিতির নেতারা।

শেয়ার