Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

ঈশ্বরগঞ্জে গভীর রাতে আগুনে পুড়লো ৩০ দোকান

১৫ মার্চ, ২০২২ ৫:২২ অপরাহ্ণ
ঈশ্বরগঞ্জে গভীর রাতে আগুনে পুড়লো ৩০ দোকান
ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে বাজারের অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে।

সোমবার (১৪ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আঠারবাড়ি রায়ের বাজারে চুড়ি পট্টিতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ও কেন্দুয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকান্ডে সব মিলিয়ে প্রায় ২০ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।

ঈশ্বরগঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, আঠারবাড়ি রায়ের বাজারে রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। হঠাৎ বাজারের একটি দোকান থেকে আগুনের স‚ত্রপাত হয়। এরপর মুহুর্তের মধ্যেই তা আশপাশে দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ঈশ্বরগঞ্জ ও কেন্দুয়া ফায়ার সার্ভিসে খবর দেন ঈশ্বরগঞ্জ ও কেন্দুয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডে ওই বাজারের অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শেয়ার