সিরাজগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল আর্থিক ব্যবস্থায় নায্যতা এ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার দুপুরের দিকে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সিসিএস (কনসাস কঞ্জুমার সোসাইটি) এবং ক্যাবের উদ্যোগে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড: ফারুক আহাম্মদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চেম্বার অব কমার্সের পরিচালক বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলী, জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি প্রমুখ।
বক্তারা অসাধু ব্যবসায়ী চিহ্নিতকরণে ও ভোক্তা অধিকার আইন পুরনকল্পে চেম্বার অব কমার্স একসাথে কাজ করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরা হয় এবং অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তুলে ধরা হয়। এরআগে ভোক্তা অধিকার ব্যানার সম্বলিত একটি ট্রাক ফিতা কেটে উদ্বোধন করেন জেলা প্রশাসক।