Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

সিরাজগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

১৫ মার্চ, ২০২২ ৬:৪১ অপরাহ্ণ
সিরাজগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল আর্থিক ব্যবস্থায় নায্যতা এ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার দুপুরের দিকে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সিসিএস (কনসাস কঞ্জুমার সোসাইটি) এবং ক্যাবের উদ্যোগে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড: ফারুক আহাম্মদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চেম্বার অব কমার্সের পরিচালক বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলী, জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি প্রমুখ।

বক্তারা অসাধু ব্যবসায়ী চিহ্নিতকরণে ও ভোক্তা অধিকার আইন পুরনকল্পে চেম্বার অব কমার্স একসাথে কাজ করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরা হয় এবং অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তুলে ধরা হয়। এরআগে ভোক্তা অধিকার ব্যানার সম্বলিত একটি ট্রাক ফিতা কেটে উদ্বোধন করেন জেলা প্রশাসক।

শেয়ার