Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

বড়কুলে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫ মার্চ, ২০২২ ৯:২৮ অপরাহ্ণ
বড়কুলে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

হাজীগঞ্জ থানার আয়োজনে ১০নং বিটে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে জঙ্গীবাদ, সন্ত্রাস বিরোধী, নারী ও শিশু নির্যাতন দমন, কিশোর গ্যাং ও ইভটিজিং প্রতিরোধ কল্পে সচেতনতামূলক পুলিশিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদে ১০নং বিটে পুলিশিং সমাবেশ ও মতবিনিময় সভা হয়।

৬নং বড়কুল পূর্ব ইউনিয়নেরচেয়ারম্যান মজিবুর রহমান মজিবের সভাপতিত্বে এসআই মো: মাসুদ মুন্সি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ।

ওই সময় তিনি বলেন, এলাকায় অনৈতিক কর্মকান্ডে যারা জড়িত রয়েছে তাদের তথ্য দিন। ওই সময় হাজীগঞ্জকে মাদক ও কিশোর গ্যাং মুক্ত করতে সহযোগিতা চেয়েছেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, ওসি( তদন্ত) ইব্রাহিম খলিল, বীর মুক্তিযোদ্ধা তকদির হোসেন, আহসান হাবীব, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের, আমির হোসেন খোকন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক হোসেন প্রমুখ।

ওইসময় পুলিশিং কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার