জেলা প্রশাসক সুত্রে জানা যায়, সারাদেশে ন্যায় বান্দরবানে ও পন্যের দাম বৃদ্ধি হওয়াতেই সাধারণ মানুষের মাঝে টিসিবি পন্যের বিতরণ শুরু করা হবে। আগামী ২০ মার্চ থেকে ১ম পর্যায়ের টিসিবি পণ্যের ৩শত ৮৫. ৪৪ মেট্রিকটন যা পুরো জেলায় ৬৪ হাজার ২ শত ৪০ জন পরিবারকে দেওয়া হবে। ১ম পর্যায়ের খাদ্য রয়েছে, চাউল, ২ কেজি ডাল, ২ লিটার তেল, ২ কেজি চিনি। আবার ভোক্তাদের জন্য টিসিবি পন্যের দাম নির্ধারণ করে দেওয়া হয়। যা প্রতি কেজি চিনির দাম ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা ও ছোলা প্রতি কেজি ৫০ টাকা।
অন্যদিকে রমজান মাস উপলক্ষ্যে যাতে পার্বত্য এলাকায় মানুষ কোন দুর্ভোগের পোহাতে না হয় সেজন্য নায্য মূল্যের টিসিভি পণ্যের ২৭ মার্চ হতে ২য় পর্যায়ের ৫শত ১৩. ৯২ মেট্রিকটন বিতরণ করা হবে। টিসিবির পন্যের রয়েছে ২ কেজি ছোলা, ২ কেজি ডাল, ২ লিটার তেল, ২ কেজি চিনি।
জানা যায়, রমজান মাস উপলক্ষ্যে ট্রাক ভর্তির করে টিসিবি পন্যের প্রত্যেক উপজেলায় বিতরণ করা হবে। এতে প্যাকিংজাত শেষ হলে সুবিধা উপকারভোগীরা পাবেন সদর উপজেলায় ১৪ হাজার ১ শত জন, রোয়াংছড়ি উপজেলায় ৩ হাজার ৬ শত ২১ জন, রুমা উপজেলায় ৫ হাজার ৪ শত ১৯, থানচি উপজেলায় ৪ হাজার ১ শত ৩ জন, লামা উপজেলায় ১৬ হাজার ১শত ৪ জন, আলীকদম উপজেলায় ৯ হাজার ২ শত ২৭ জন, ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৯ হাজার ৪ শত ৭৯ জন।
বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমীন পারভীন তিবরীজি জানান, সামনে রমজান মাস উপলক্ষ্যে টিসিবি পন্যের সাধারণ মানুষের কাছে পৌছে দেওয়া হবে। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা দিক নির্দেশনায় ও জেলা প্রশাসক উদ্যেগে উপকার ভোগীদের মাঝে পণ্যের পৌছে দেওয়া হবে।