Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

নির্মাণ সামগ্রীর দাম কমানোর দাবিতে রংপুরে ঠিকাদারদের মানববন্ধন

১৬ মার্চ, ২০২২ ৫:০১ অপরাহ্ণ
নির্মাণ সামগ্রীর দাম কমানোর দাবিতে রংপুরে ঠিকাদারদের মানববন্ধন
রংপুর প্রতিনিধি :

রড়, সিমেন্ট, বিটুবিনসহ বিভিন্ন নির্মাণ উপকরণের দাম কমানোর দাবি জানিয়েছেন রংপুরের ঠিকাদাররা। দাম আগমী এক সপ্তাহের মধ্যে
দাম কমা না হলে সরকারের উন্নয়ন কাজ বন্ধ রেখে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে তারা।

বুধবার দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে আয়েজিত মানববন্ধন সমাবেশে এ দাবি জানান তারা। রংপুর জেলা ঠিকাদার সমিতির আয়োজনে মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা বলেন, সরকার কর্তৃক নির্ধারিত দরে ঠিকাদাররা দরপত্র জমা দিয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক অবকাঠামো নির্মাণের কাজ করছেন। এ অবস্থায় হঠাৎ করে রড়, সিমেন্ট, বিটুবিনসহ বিভিন্ন নির্মাণ উপকরণের দাম বেড়ে যাওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখিন হয়েছেন ঠিকাদাররা।

দাম কমানো না হলে ঠিকাদাররা কাজ বন্ধ রাখতে বাধ্য হবেন। এতে দেশের চলমান উন্নয়ন বাধাগ্রস্ত হবে বলে জানান তারা। তাই ঠিকাদারদের মানবিক দিক বিবেচনা করে অনতিবিলম্বে যাবতীয় নির্মাণ উপকরণের দাম কমানোর দাবি
জানান বক্তারা।

সমাবেশে বক্তব্য দেন রংপুর জেলা ঠিকাদার সমিতির আহবায়ক রফিকুল ইসলাম দুলাল, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম মিঠু, খায়রুল কবীর রানা, মনজুর আহমেদ আজাদ, সদস্য সচিব রইচ আহমেদসহ অন্য নেতৃবৃন্দ। মানববন্ধন সমাবেশে রংপুরের সহস্রাধিক ঠিকাদার অংশ নেন।

শেয়ার