রড়, সিমেন্ট, বিটুবিনসহ বিভিন্ন নির্মাণ উপকরণের দাম কমানোর দাবি জানিয়েছেন রংপুরের ঠিকাদাররা। দাম আগমী এক সপ্তাহের মধ্যে
দাম কমা না হলে সরকারের উন্নয়ন কাজ বন্ধ রেখে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে তারা।
বুধবার দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে আয়েজিত মানববন্ধন সমাবেশে এ দাবি জানান তারা। রংপুর জেলা ঠিকাদার সমিতির আয়োজনে মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা বলেন, সরকার কর্তৃক নির্ধারিত দরে ঠিকাদাররা দরপত্র জমা দিয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক অবকাঠামো নির্মাণের কাজ করছেন। এ অবস্থায় হঠাৎ করে রড়, সিমেন্ট, বিটুবিনসহ বিভিন্ন নির্মাণ উপকরণের দাম বেড়ে যাওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখিন হয়েছেন ঠিকাদাররা।
দাম কমানো না হলে ঠিকাদাররা কাজ বন্ধ রাখতে বাধ্য হবেন। এতে দেশের চলমান উন্নয়ন বাধাগ্রস্ত হবে বলে জানান তারা। তাই ঠিকাদারদের মানবিক দিক বিবেচনা করে অনতিবিলম্বে যাবতীয় নির্মাণ উপকরণের দাম কমানোর দাবি
জানান বক্তারা।
সমাবেশে বক্তব্য দেন রংপুর জেলা ঠিকাদার সমিতির আহবায়ক রফিকুল ইসলাম দুলাল, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম মিঠু, খায়রুল কবীর রানা, মনজুর আহমেদ আজাদ, সদস্য সচিব রইচ আহমেদসহ অন্য নেতৃবৃন্দ। মানববন্ধন সমাবেশে রংপুরের সহস্রাধিক ঠিকাদার অংশ নেন।