বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে থেকে করোনাকালে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে রাজবাড়ী জেলায় ২য় পর্যায়ে ১৬ জন সাংবাদিক পেয়েছেন ১০ হাজার করে অর্থ সহায়তা।
বুধবার (১৬ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার এই চেক বিতরণ করা হয়।
রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান এর সভাপতিত্বে উপস্তিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহাবুব রহমান শেখ , রাজবাড়ী প্রেসক্লাবে সভাপতি জহুরুল ইসলাম সহ সাংবাদিক বৃন্দ।
জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণে ভাবেন। তাঁর দেয়া টাকা এই দুঃসময়ে দেয়া হচ্ছে। এখনও যাঁরা পাননি, তাঁরাও এ সহায়তা পাবেন।
অনুষ্ঠান সঞ্চালন করে রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃ কন্ঠ পত্রিকার সম্পাদক খন্দকার আব্দুল মতিন।
Attachments area