উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মিরসরাই ‘‘প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন” সংগঠনের আয়োজনে এবং ইউনাইটেড ট্রাস্ট ও লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাই এর সহযোগিতায় হুইল চেয়ার, ক্রাচ ও মাক্স বিতরণ করা হয়েছে। বুধবার (১৬ মার্চ) সকাল ১১টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুর রহমান।
প্রতিবন্ধী সংগঠনের সভাপতি আকবার হোসেন পলাশের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলার সেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়ের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, ইউনাইটেড ট্রাস্টের এরিয়া কোঅর্ডিনেটর মোহাম্মদ ফয়সল ভূঁইয়া, ইউসাম সভাপতি জাসেম বিন মহিব, সমাজসেবক জিয়াউল হক মিলন, ইসমাইল হোসেন খোকন প্রমুখ।
সমাজের অবহেলিত জনগোষ্ঠীদের বিভিন্ন সহযোগিতা করাই আমাদের মূল লক্ষ।