Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

টুঙ্গিপাড়া বাংলাদেশের সকলের গ্রাম

১৬ মার্চ, ২০২২ ৫:২৬ অপরাহ্ণ
টুঙ্গিপাড়া বাংলাদেশের সকলের গ্রাম
গোপালগঞ্জ প্রতিনিধি :

মুজিব বর্ষের জাতীয় সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেছেন, আমরা মনে করি টুঙ্গিপাড়া হচ্ছে বাংলাদেশের সকলের গ্রাম। কারন বঙ্গবন্ধু হচ্ছে বাঙ্গালীদের সেই আরাধ্য পুরুষ, যার মাধ্যমে বাঙ্গালী পৃথিবীতে প্রথম তার রাষ্ট্র পেয়েছে, বাঙ্গালীরা তাদের আত্মপরিচয় পেয়েছে। তাই “টুঙ্গিপাড়া-হৃদয়ে পিতৃভূমি” এই থিমকে সামনে নিয়ে নানা কর্মসূচী পালন করতে যাচ্ছি।

আজ বুধবার (১৬ মার্চ) দুপুরে জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্সের ১নং গেটের সামনে সাংবাদিকদেরকে মুবিবর্ষের সমাপনি অনুষ্ঠানের কর্মসূচী বিষয়ে প্রেস ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এই আয়োজনের মাধ্যমে আমরা জাতির পিতার প্রতি বাংলাদেশের মানুষ শ্রদ্ধা জানাতে চাই। ১৭ মার্চর আলোচনা সভা ছাড়াও ২১ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত মুজিববর্ষ লোকজমেলার আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করে তিনি সবার সহযোগিতা চেয়েছেন। এ সময় আসাদুজ্জামান নূর এমপি, ঢাকা বিভাগীয় কমিশনার মো: খলিলুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইলিয়াছুর রহমান উপস্থিত ছিলেন।

শেয়ার