Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

নীলফামারী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস পারভেজ আর নেই

১৬ মার্চ, ২০২২ ৬:০৭ অপরাহ্ণ
নীলফামারী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস পারভেজ আর নেই
নীলফামারী প্রতিনিধি :

নীলফামারী সরকারি কলেজ ছাত্র সংসদ (নিকসু) এর সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম পারভেজ (৪৩) আর নেই।

বুধবার ভোর রাত ৪টা ১০ মিনিটে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নীলফামারী জেনারেল হাসাপালে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক
ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগাহি রেখে গেছেন নীলফামারী শহরের উকিলের মোড় এলাকার মৃত মোবারক আলীর দ্বিতীয় সন্তান
তৌহিদুল ইসলাম পারভেজ।

পারভেজের খালাতো ভাই ওয়ালি মাহমুদ সুমন জানান, বুধবার ভোর রাত ৪টার দিকে হঠাৎ করে পারভেজ ভাই বুকে ব্যাথা অনুভব করেন। দ্রæত তাকে নীলফামারী জেনালের হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

বুধবার বাদ এশা নীলফামারী সরকারি কলেজ মাঠে যানাজা শেষে মরদেহ কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

তৌহিদুল ইসলাম পারভেজ ছাত্রজীবনে নীলফামারী জেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি এবং নীলফামারী সরকারি কলেজ ছাত্র সংসদের (নিকসু) রবু-নিক্সন প্যানেল থেকে সহসাধারণ সম্পাদক (এজিএস) এবং পরবর্তীতে নিক্সন-পারভেজ প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন।

ছাত্রজীবন শেষে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভ‚মিকা পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি নীলফামারী পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ
সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও রাজনীতির পাশাপাশি তিনি ঠিকাদারী ব্যবসায় নিয়োজিত ছিলেন।

তাঁর অকাল মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, জেলা আওয়ামী
লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারন সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যাস আবুল কালাম বারী পাইলট প্রমূখ।

শেয়ার