চাঁদপুরে ৩শ’ পিস ইয়াবাসহ মোঃ জহির (৩৮) নামে এক মাদককারবারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ১৬ মার্চ মঙ্গলবার দুপুরে চাঁদপুর-রায়পুর সড়কের ফরিদগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জহির লক্ষ্মীপুর জেলার নন্দনপুর গ্রামের জমিদার বাড়ির মৃত নুর ইসলামের ছেলে।
জেলা গোয়েন্দা কার্যালয় সূত্রে জানা যায়, মোঃ জহির দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদক ব্যবসা করে আসছে। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর জেলা গোয়েন্দা শাখার এস আই (নিরস্ত্র) আব্দুছ ছালাম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। এসময় ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ জহিরকে গ্রেফতার করেন তারা। জহিরের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মাদক মামলার এজাহার দায়ের করা হয়েছে গোয়েন্দা পুলিশ জানায়।