Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

৩শ’ পিস ইয়াবাসহ মাদককারবারি আটক

১৬ মার্চ, ২০২২ ৬:১১ অপরাহ্ণ
৩শ’ পিস ইয়াবাসহ মাদককারবারি আটক
চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুরে ৩শ’ পিস ইয়াবাসহ মোঃ জহির (৩৮) নামে এক মাদককারবারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ১৬ মার্চ মঙ্গলবার দুপুরে চাঁদপুর-রায়পুর সড়কের ফরিদগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জহির লক্ষ্মীপুর জেলার নন্দনপুর গ্রামের জমিদার বাড়ির মৃত নুর ইসলামের ছেলে।

জেলা গোয়েন্দা কার্যালয় সূত্রে জানা যায়, মোঃ জহির দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদক ব্যবসা করে আসছে। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর জেলা গোয়েন্দা শাখার এস আই (নিরস্ত্র) আব্দুছ ছালাম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। এসময় ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ জহিরকে গ্রেফতার করেন তারা। জহিরের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মাদক মামলার এজাহার দায়ের করা হয়েছে গোয়েন্দা পুলিশ জানায়।

 

শেয়ার