একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জন্য অদ্বিতীয় সাগরকন্যা খ্যাত কুয়াকাটার সৈকত। রাখাইনদের আদিপল্লী, বৌদ্ধ মন্দির, শত বছরের পুরনো কুয়াসহ ইতিহাস-ঐতিহ্য প্রকৃতির নিবিড় দর্শনীয় স্থান। এখানে রয়েছে গভীর সমুদ্রে বুক চিরে জেগে ওঠা চর বিজয়। সেখানে লাল কাঁকড়া ও বিভিন্ন প্রজাতির পাখির অভয়ারণ্য। এসব দৃশ্য অবলোকন করতে পর্যটকরা বারবার ছুটে আছে কুয়াকাটায়।
তাই ১৭-১৯ মার্চ পর্যন্ত তিনদিন সরকারি ছুটিকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে পর্যটন ব্যবসায়ীরা। ইতোমধ্যে অগ্রিম বুকিং হয়ে গেছে ৮০ শতাংশ হোটেল-মোটেল। মার্চ মাসকে পর্যটন মৌসুমের শেষ মাস ধরা হলেও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারণে আগামী এপ্রিল মাসজুড়ে পর্যটকে টইটম্বুর থাকবে এমনটা জানিয়েছেন হোটেল-মোটেল ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
স্থানীয়রা জানান, পায়রা সেতু উন্মুক্ত হওয়ার পর থেকেই কুয়াকাটায় পর্যটকদের ব্যাপক চাপ রয়েছে। ইতোমধ্যে আগত পর্যটকদের আনন্দ-উন্মাদনায় পুরো সৈকত জুড়ে বিরাজ করছে এক উৎসব মুখর পরিবেশ। এসব পর্যটকদের আগমনে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ব্যস্ত সময় পার করছে। এদিকে সৈকত এলাকায় বারবার সতর্কতামূলক মাইকিং করছে টুরিস্ট পুলিশ।
কুয়াকাটার অভিজাত হোটেল শিকদার রির্সোট এন্ড ভিলার জেনারেল ম্যানেজার মো.আল-আমিন খান উজ্জল বলেন, তাদের হোটেল সব রুমই বুকিং রয়েছে। তবে কুয়াকাটা অধিকাংশ হোটেলের একই অবস্থা। এখনও অনলাইনে বুকিংয়ের জন্য পর্যটকরা যোগাযোগ করছে। তবে বৃহস্পতিবার কোন হোটেলের রুম খালি থাকবেনা বলে তিনি জানিয়েছেন।
হোটেল গোল্ডেন ইন কুয়াকাটার’র ম্যানেজার নেছারউদ্দিন সাদি বলেন, তাদের হোটেলে মোট ১৪ টি রুম রয়েছে। তিনদিনের ছুটিকে সামনে রেখে সব রুমই বুকিং হয়ে গেছে। এখনও অনেক ফোন আসছে বুকিংয়ের জন্য। আমরা বুকিং নিতে পারছি না।
ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াক’র সাধারন সম্পাদক মো. জহিরুল ইসলাম বলেন, কুয়াকাটায় সর্বমোট ১২৫ টি আবাসিক হোটেল-মোটেল রয়েছে। এর মধ্যে আগামি ১৭-১৯ তারিখের জন্য প্রায় ৮০ শতাংশ হোটেলের রুম অগ্রিম বুকিং হয়ে গেছে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারি পুলিশ সুপার আব্দুল খালেক বলেন, তিন দিনের ছুটিতে আশাকরি ব্যাপক পর্যটকের সমাগম ঘটবে। এজন্য ট্যুরিস্ট পুলিশের কয়েকটি টিম দর্শনীয় স্পটগুলোতে মোতায়েন করা হয়েছে। এছাড়া সার্বক্ষণিক তাদের নজরদারিতে থাকবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।