Top
সর্বশেষ

হারুন অর রশিদ  এর কবিতা বিপ্লবী উন্মাদ

১৭ মার্চ, ২০২২ ১১:০৭ পূর্বাহ্ণ
হারুন অর রশিদ  এর কবিতা বিপ্লবী উন্মাদ
বিপ্লবী উন্মাদ
      হারুন অর রশিদ 
ওরে বক্রপথের চক্রবাজ জানিস আমি কে?
আমি অন্যায়ের খড়গসম এক মহা প্রতিবাদ,
আমি জালিমের সাজানো নিয়ম-শৃঙ্খলের উর্ধে এক মহা উন্মাদ!
আমি মিথ্যে তন্ত্র-মন্ত্রের টুটি চেপে ধরা এক ভগবান ভৃগু,
আমি নরকের আগুনের নৃসংশ বহ্নিশিখা,
আমি তাগুতি শক্তির বিরূদ্ধে এক মহা ত্রিশূল,
আমি চীর আমৃত্যু, মৃত্যুঞ্জয়ী বিভৎস্য বিভেষিকা।
আমি উন্মাদ! আমি উন্মত্ত মহা উন্মাদ!
আমি তাদের অসুস্থ সভ্যতা বিধ্বংসী মহা ত্রাস,
আমি ধ্বংস করি পর্দার পেছনের বিকৃত ইতিহাস,
আমি মুছে দিব চির লাঞ্চিত বুকের করুন দীর্ঘশ্বাস,
ভাগ্যের অভিসম্পাতে অভিশপ্ত যারা আমি তাদেরই মহা ক্রাশ,
আমি ফিরিয়ে দিব চির ব্যথিত হ্রদয়ে নবতর প্রাণের উচ্ছ্বাস,
আমি রুখে দিবো মিথ্যের ক্ষীণ শক্তিকে, সত্যকে ই করিব উদ্ভাস,
আমি মিথ্যে তন্ত্র-মন্ত্রের ছন্দপতনের বেসুরো সেই “বীন”,
আমি জালিমের সাজানো হলি খেলার পেছনের “সীন”
আমি বদলে দিব জালিমের নাট্য মঞ্চের মহা মিশন,
আমি নস্যাৎ করিব জালিমের বিকৃত মহা ভিশন,
গোপনে, নীরবে যাহা তারা করিয়া লইয়াছে সৃজন,
আমি তাদের সে সাজানো নাট্যশালায় সঞ্চারী ভুমিকম্প,
জনতার চোখে চোরাবালি এঁটে দিয়ে যারা দিয়েছে দীর্ঘ লম্প,
আমি নিষ্ঠুর, আমি নৃশংস, আমি জুলুমের প্রতিবাদ।
আমি উন্মাদ! অনন্তঃ মহা উন্মাদ!
আমি তাদের সাধু-সন্ন্যাসি লেবাস  হরনকারী “হরি”
আমি নষ্টামীর, সুক্ষ্ম নষ্টযুক্তির ঘাড় চেপে ধরি,
আমি লোক চক্ষুর অন্তরালে লুকিয়ে থাকা চাটুকার-
আর মিথ্যে, হীন মনুষত্বকে শুন্যে ঘুরাই লেজে ধরি,
আমি চির বঞ্চিত, ব্যথিত প্রাণের দীপশিখা, আমি নবতর আলো,
আমি ঝেড়ে ফেলি অতীতের অনন্তঃ অভিশপ্ত মহা কালো,
আমি চির শোষিতের বুকের ক্রন্দন হারা, বাঁধভাঙ্গা হাসি উল্লাস!
আমি রচিব পৃথ্বিরবুকে সাম্য-মৈত্রের নতুন বিপ্লবী মহা ইতিহাস।
ওরে লোভী, বিশ্বাসঘাতক জানিস আমি কে?
আমি অন্যায়ের খড়গসম মহা প্রতিবাদ,
আমি সেই উন্মত্ত মহা উন্মাদ!
আমি তোদের চিকন বুদ্ধি ফাঁস করার মহা কারিগর,
আমি তোদের শত ষঢ়যন্ত্রের গোপন ঘুর্ণাক্ষর,
আমি ধরিত্রির বুকে সাম্যদন্ডের জ্বলন্ত মান্যবর,
আমি তোদের মিথ্যে প্রবঞ্চনার প্রত্যক্ষ মশি,
আমি ডান হাতে বিলিয়ে যাই পুষ্প-সুগন্ধী,
আর বাম হাতে চালাই ন্যায়-সত্যের অসি।।
আমি বিশ্বের বিস্ময়, আমি মহা উন্মাদ!
আমি পিশাচ, পিশাচির মস্তক চিহ্নকারী জল্লাদ,
আমি অসহয়ায় গণমানুষের শেষ স্বাদ-আহ্লাদ,
আমি রামচন্দ্রের “গদা”, কুরুক্ষেত্রের “রনতরী,”
আমি নৃত্যের তালে সাম্যের গান গাওয়া “নীল পরী”।
আমি অন্যায়ের খড়গসম মহা প্রতিবাদ,
আমি চিরকাল ই উন্মত্ত মহা উন্মাদ!
আমি বিনা মেঘে আকাশ হতে পতনশীল বজ্রাঘাত,
আমি “বারমুদা ট্রাই এঙ্গেলে”র অবিরাম মৃত্যুক্ষুধা,
আমি “তাহতাসসারায়” বেঁধে রাখা বিধ্বংসী প্রলয়,
আমি ফাঁসির কাষ্ঠের ফাঁস, মিথ্যুকের শেষ মৃত্যুসুধা।
আমি উন্মাদ! আমি উন্মত্ত মহা উন্মাদ!
আমি নিয়ে এসেছি স্রষ্টার সৃষ্ট “মিজান” ডান হাতের সম,
আমি বাম হাতে চালাই জালিমের তরে উন্মত্ত খড়গসম,
ফুলসিরাত আমার পদতলে, আজ আমি মহা অনুপম,
আমি আজ শুনিনা জালিমের কোন আকুতি-আর্তনাদ!
আমি নিষ্ঠুর, আমি নৃশংস, আমি বদ্ধ-উন্মাদ!
ওরে তন্ত্র-মন্ত্রের চাকচিক্যময় প্রতারক জানিস আমি কে?
আমি অন্যায়ের খড়গসম মহা প্রতিবাদ,
আমি উন্মত্ত- এক মহা উন্মাদ!
আমি জোর, জুলুম, নির্যাতন, দমন পিড়নের প্রতিবাদ,
আমি জ্বালিয়ে ছার-খার করি মিথ্যে কলকি অবতার,
আমি মহাকালীর মহা প্রলয়, অশুরের রক্তে কাটি সাঁতার,
আমি নিজ হাতে উঠাবো “বিজয় রক্ত রবি” কাটিয়ে আঁধার।
আমি অত্যাচারীর খড়গসম মহা প্রতিবাদ,
আমি আজন্ম উন্মত্ত এক মহা উন্মাদ!
আমি ফকির বিদ্রোহের নিষিদ্ধ সেই ফকিরী ঝোলা,
আমি জুলুমবাজের মস্তক উড়িয়ে দেয়া কামানের গোলা,
আমি হ্যামিলিনের বাঁশিওয়ালা, বাজাই প্রতিবাদের বংশি,
আমি কখনও শান্ত উদার, কখনও প্রতিশোধে বিধ্বংসী।
ওরে হীন সভ্যতার অসভ্য নটরাজ জানিস আমি কে?
আমি অত্যাচারীর খড়গসম এক মহা প্রতিবাদ,
আমি অসুস্থ সভ্যতাকে দু’হাতে টেনে ছিড়ে করি চারখার,
আমি তোদের নিষিদ্ধ নগরীর প্রবেশের উন্মুক্ত দ্বার, শান্ত উদার,
যবে আমি রুশে উঠি, আকাশ বাতাস থর থর করে কাঁপিয়া,
সাগরের বারি ফেনা হয়ে ফুঁসে উঠে শুন্যপানে ফাঁপিয়া,
গঙ্গার নিষ্পাপ জলরাশি, কল কল ধ্বনিতে উড়িয়া চলে ধাপিয়া,
হিমালয়-আলপ্স-রকি-আন্দিজ চৌচির হয় ফাটিয়া,
আমি সেই মহা বিভেষিকাময় মূহুর্তে মজলুমের তরে পড়ি ঝাঁপিয়া,
আমি করি না কো কারে ভয়, যেথানে আমি সেখানেই জয়,
আমি জানি না কো নিয়ম নীতি, কিসের ক্ষমা কিসের প্রীতি?
আমি মিথ্যুকের চুলের ঝুটি ধরি এক হাতে, অন্য হাতে চালাই অস্র,
আমি মানি না সেই সভ্যতা যেখানে আজও মানবতা বিবস্র।
আমি সেই মহা উন্মাদ, মহাকালে মহা উন্মত্ত উন্মাদ!
আমি চিনিনা কোন ভগবান, চিনি না কোন প্রভুপাদ!
ওরে নষ্টামীর ভন্ড কারিগর,  জানিস আমি কে?
আমি অত্যাচারীর খড়গসম মহা প্রতিবাদ,
আমি উন্মত্ত এক মহা উন্মাদ!
আমি আজরাইলে ছয়শত পাখায় দাপ্টে দাপ্টে চলি
আমি জিবরাইলের প্রলয় সিঙ্গা হাতে, মানবতার কথা বলি,
আমি দোযখের আগুন দিয়ে চোখে অগ্নিকাজল পরি,
আমি আত্ম মানবতার মুক্তির পয়গামে সংগ্রাম করি,
আমি সেই উন্মাদ!, মহাকালে উন্মত্ত মহা উন্মাদ!
আমি তমাশাচ্ছন্ন, চোখে ঘুম ঘুম ঘোর অন্ধকার দেখি,
আমি হাসিতে হাসিতে জালিম ধ্বংসের ইতিহাস লেখি,
আমি অন্ধকার মৃত্যুপুরীতে নেচে যাই নগ্ন নৃত্য,
আমি ধ্বংস, আমি এক করি সব মিথ্যে প্রভু-ভৃত্য,
আমি জালিমের জুলুমের ইতিহাসের শেষ কৃত্য,
আমি উন্মাদ, আমি চিরকালই উন্মত্ত মহা উন্মাদ!
ওরে দুর্বল, হীনমনা কাপুরুষ জানিস আমি কে?
আমি অন্যায়ের খড়গসম মহা প্রতিবাদ,
মহাকালের মহা উন্মাদ!
আমি চন্দ্র-সূর্য-গ্রহ-নক্ষত্র দলে-পিসে হালুয়া রুটি করি,
আমি রাতের আকাশের তারাগুলো গাঁথিয়া মালা পরি,
আমি জুলুমবাজের রক্ত দিয়ে রক্তবী সরাব পান করি,
আমি চিরদিনের জন্য ভাসিয়ে যাবো মজলুমের ডুবে যাওয়া তরী,
আমি উন্মাদ! আমি চিরকালই বিলিয়ে যাব জীবনের স্বাদ!
যবে আমি এসেছি ভবে, ছেড়ে যেতে হবে, যাবো তবে-
নিশ্চিহ্ন করে যাবো চিরতরে জুলুমবাজের জীবনের স্বাদ,
আমি উন্মাদ, বড়ই উন্মাদ, আমি চিরকালই উন্মত্ত মহা উন্মাদ!
ওরে নির্বোধ, নিঃঅনুধাবক জানিস আমি কে?
আমি সাম্যের সাধক, এক বিপ্লবী মহা উন্মাদ!
আমি আলোক রশ্মিতে চড়িয়া রঙে-ঢঙে-তরঙ্গে চলি,
আমি সপ্তাসমানে গিয়ে গেয়ে যাই গানের এক কলি,
সপ্ত জমিন পার হয়ে গেয়ে যাই তারই অন্য কলি,
আমি নরকের অগ্নিপাথারে নিঃশ্বাস ফেলিয়া চলি
আমি কাম্য, সাম্যের নতুন বিশ্ব সৃষ্টির কথা বলি
আমি হতাশা, মিথ্যে, প্রবঞ্চনাকে পিষে যাবো পদদলি
আমি ধ্বংস, আমি উন্মাদ, আমি দিবো জালিমের ‘পাঠাবলি’
আমি রক্ত নদীর শ্রোত শ্রাবনী, আমি আশি-বিষী সংখীনি
আমি সৃষ্টির সেরা মহা নাগ-মনি,
আমি চিরতরে শেষ করি জালিমের দুশমনি।
আমি দিয়ে যাবো বঞ্চিতের বেঁচে থাকার শেষ আহ্লাদ,
আমি যাযাবর, আমি উন্মাদ! আমি বিপ্লবী মহা উন্মাদ।
আমি ফররুখ, আমি হাজী শরীয়াতুল্লাহ, আমি নজরুল
আমি খুদিরাম, আমি ফুলন দেবী, আমি জমদগ্নির পশুরাম
আমি উল্কা বেগে ছুটে চলি দিক-দিগন্তে অবিরাম,
আমি চির কাঙ্গালের কথা বলি, আমি বঞ্চিতের মুক্তির পয়গাম,
আমি চাহিনা ফিরে অতীতে দিকে, চাহিনা কোন ডান-বাম
আমি শক্তির কেন্দ্র বিন্দু, আমি বিষাদে ভরা মহা সিন্দু
আমি জানি না কাকে বলে মুসলিম!-জানিনা কি হিন্দু!
আমি জানি শুধু জালিমের ধ্বংস, জুলুমের প্রতিবাদ
আমি নিখাদ নিরেট! আমি উন্মাদ! আমি বিপ্লবী মহা উন্মাদ।
আমি অমবশ্যার অন্ধকার রাতে চির যৌবনা ধ্রুবতারা,
আমি পূর্ণিমার রাতেও চির জাগ্রত সেই শুকতারা,
আমি আলোর পথদিশারী- নাবিক যারা হারায়েছে পথ,
আমি ফেঁসে দিব  দ্বাদশ রবির রাহুগ্রাস গোলক ধাঁধাঁর চিহ্নমস্তক,
আমি জাগিয়ে দিব সব ঘুমন্ত নরনারী, যারা দিতে হবে পথ পাড়ি,
যারা খোঁজে ফিরে ধীরে-ধীরে মুক্ত জীবনের ছায়াপথ,
যারা বুকে বেঁধে নিয়েছে অগ্নি পাহাড়, আছে যার  হিম্মত,
আমি উন্মাদ, আমি বড্ড উন্মাদ, আমি উন্মত্ত মহা উন্মাদ।
আমি “বেশ ধরা” বেশ্যাকে করি গতি হারা,
আমি জালিমের শ্মশানেও বর্ষন করি মুক্ত বারিধারা
আমি চির দুঃখীনি মায়ের বুকে চেপে রাখা সেই অগ্নি
আমি সে ভাই যে হারিয়েছে তার পুতুলের মত ভগ্নি
আমি উন্মাদ, আমি বড়ই উন্মাদ, আমি বিপ্লবী মহা উন্মাদ,
আমি ফিরিয়ে দিব জগদীশ্বের হারানো সেই স্বাদ-আহ্লাদ।
আমি বিদায় হজ্জের কথামালা, বিদায়ী সোনার খনি,
আমি সুর সৈনিক যার সুরের মুর্ছনায় আকাশে বাতাসে উঠে রনি,
আমি বজ্রকন্ঠের সেই  “আল্লহু আকবার” ধ্বনির, প্রতিধ্বনি,
যে ধ্বনি মাশরেক হতে মাগরেব, সেমাল হতে জুনুব,
বেহস্ত-দোযখ ছাপিয়া, আকাশে-বাতাস ফোলে উঠে ফাঁপিয়া
যে ধ্বনিতে “সিদরাতুল মুনতাহা”, “আরশে মাহাল্লা” উঠে কাঁপিয়া
যে সুরের ঝংকারে তাগুতি শক্তির-শয়তানি উঠে হাঁফিয়া,
আমি সেই “মুহাম্মদুর রসূল” সুরের পাপিয়া,
আমি উন্মাদ! আমি সর্বকালের শ্রেষ্ঠ মহা উন্মাদ!
আমি চির বিরহী মজলুমের বিনিদ্র সৈনিক, আমি শেষ আশ্বাদ,
আমি উন্মুক্ত উদার, আমি উন্মাদ! আমি বিপ্লবী মহা উন্মাদ!
আমি চির দুষ্টের নষ্টবুদ্ধির শেষ নিঃশ্বাস, শেষ মরন জ্বালা,
আমি ফাঁসির কাষ্ঠের আসামীর জিঞ্জিরে বিদ্ধ তালা,
আমি আজ ফাটকে আটক নষ্টের চির বন্ধিশালা।
আমি উন্মাদ! আমি চির বিষাদ! আমি নিশাবসাদ!
আমি জালিমের শেষ বিদায় লগ্নের মহা জল্লাদ!
আজ নেই কোন ওকালতি, নেই কোন সাফাই, নেই ভিন্ন মতবাদ।
জুলুমের বিষ বাষ্পে-আমি বিনিদ্র এক মহা উন্মাদ!
আমি পাষানবেদি, উঠিয়াছি শ্মশান ছেদি, আমি কংস,
আমি চির নিষ্ঠুর- নির্দয়, আমি নৃশংস, আমি ধ্বংস
আমি নির্বিকার, আর কোন পথ নেই বাঁচাবার ঐ তাগুতের বংশ।
শেয়ার