Top
সর্বশেষ

মোঃ মানিক আহসান এর কবিতা: ‘বঙ্গবন্ধু’

১৭ মার্চ, ২০২২ ১১:১৮ পূর্বাহ্ণ
মোঃ মানিক আহসান এর কবিতা: ‘বঙ্গবন্ধু’

 বঙ্গবন্ধু

মোঃ মানিক আহসান
আবারো যদি আসিতে ফিরে,
সবুজ শ্যামল এই পৃথিবীর বুকে,,
ধরত্রী জয়ের প্রবল ধ্বনি নিয়ে,,
বেজে উঠতো তোমায় ঘিরে||
বঙ্গবন্দু তুমি, মুক্তির কর্ণধার,
ফিরিয়ে আনলে তুমি সবুজ বাংলা আর পাঠাগার,,
অন্যায় অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করে,,
ফিরিয়ে দিলে সবুজ শ্যামল বাংলাদেশ পৃথিবীর বুকে||
আবারো যদি আসিতে ফিরে,
সবুজ শ্যামল ধরনীর বুকে,,
ধরত্রী জয়ের প্রবল ধ্বনি নিয়ে,
বেজে উঠতো তোমাকে নিয়ে||
বঙ্গবন্ধু তুমি, জাতির পিতা আমার,
রক্ষা করিলে সবুজ শ্যামল বাংলা আর জলাধার,
সংগ্রামের কর্ণধার আমার মুক্তির মহা সুখে অঙ্গ আমার যায় জুড়ে||
আবারো যদি আসিতে ফিরে,
সবুজ শ্যামল এই পৃথিবীর বুকে,
ধরত্রী জয়ের প্রবল ধ্বনি নিয়ে,
বেজে উঠতো তোমায় ঘিরে||
বীর বাঙ্গালির প্রতিটি ঘরে,
এখনো সবুজ বাংলার পতাকা উড়ে,
দেশ মাতাকে রক্ষা করিতে,
যুদ্ধ করেছে তারা বীরের বেশে||
আবারো যদি আসিতে ফিরে,
সবুজ শ্যামল এই পৃথিবীর বুকে,
ধরত্রী জয়ের প্রবল ধ্বনি নিয়ে,
বেজে উঠতো তোমায় ঘিরে||
এখনো ভুলিনি তোমায়,
আছো তুমি বাঙ্গালির হৃদয়ের প্রতি কোণায়,
রয়ে যাবে তুমি সারাজীবন,
পৃথিবীর নিপডিত মানুষের মুক্তির চেতনায়||
আবারো যদি আসিতে ফিরে,
সবুজ শ্যামল এই পৃথিবীর বুকে,
ধরত্রী জয়ের প্রবল ধ্বনি নিয়ে,
বেজে উঠতো তোমায় ঘিরে||
নেতৃত্ব দিয়েছো তুমি শোষণ অন্যায়ের বিরুদ্ধে,
প্রতিবাদ করেছো কথা আর কাজের মাধ্যমে,
সফল হয়ে এনেছিলে তুমি ,
স্বাধীন বাংলা এই বিশ্বের মানচিত্রে||
আবারো যদি আসিতে ফিরে,
সবুজ শ্যামল এই পৃথিবীর বুকে,
ধরত্রী জয়ের প্রবল ধ্বনি নিয়ে,
বেজে উঠতো তোমায় ঘিরে||
শেয়ার