Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

সাবেক স্বামীকে পিটিয়ে হত্যা: স্বামী-স্ত্রী আটক

১৭ মার্চ, ২০২২ ১২:০৫ অপরাহ্ণ
সাবেক স্বামীকে পিটিয়ে হত্যা: স্বামী-স্ত্রী আটক
গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধার খোলাহাটিতে সাবেক শ্বশুর বাড়িতে পিটিয়ে হত্যা করা হয়েছে সাবেক জামাইকে। এই ঘটনা ঘটেছে বুধবার গভীর রাতে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দক্ষিন আনালের তাড়ি গ্রামে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে স্ত্রী শিউলী বেগম ও তার বর্তমান স্বামীকে আটক করেছে পুলিশ ।

গাইবান্ধা সদর থানার ওসি মাসুদুর রহমান জানান,গাইবান্ধা শহরের সরকার পাড়ার বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে সাখাওয়াত হোসেনের সাথে দুই বছর আগে আনালেরতাড়ি গ্রামের সৈয়দ আলীর মেয়ে শিউলী বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে দুজনের মধ্যে মনোমালিন্য হওয়ায় দুজনের বিবাহ বিচ্ছেদ ঘটে । বিচ্ছেদের পর শিউলি বেগমের সাথে একই গ্রামের বায়োজিত ইসলামের আবারও বিয়ে হয় । শিউলীর সাথে বিবাহ বিচ্ছেদ হলেও দুজনের মধ্যে গোপনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

বুধবার রাতে সাকোয়াত তার তালাকপ্রাপ্ত স্ত্রী শিউলীর সাথে গোপনে দেখা করতে যায়। এসময় ঘরে থাকা শিউলীর স্বামী বায়োজিদ ইসলাম ও তার স্বজনরা ঘটনা টেড় পেয়ে ডাকাত এসেছে বলে চিৎকার করে গ্রামবাসীকে খবর দেয়। গ্রামবাসী বিক্ষুদ্ধ হয়ে লাঠিশোঠা নিয়ে সাকোয়াতকে মারপিট করে । গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে গাইবান্ধা হাসপাতালে রেখে যায় সাবেক স্ত্রীর স্বজনরা পালিয়ে যায় । হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাকোয়াত হোসেনের মৃত্যু হয়।

 

শেয়ার