সিরাজগঞ্জ পৌর এলাকার কাঠেরপুল নামক স্থানে অভিযান চালিয়ে ২৩ বোতল ফেন্সিডিলসহ আসামী মোঃ বুদ্দু খান (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ সদস্যরা।
গ্রেফতারকৃত বুদ্দু খান সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা পশ্চিমপড়া খাঁবাড়ী মহল্লার মৃত আঃ রহমান খানের ছেলে।
র্যাব-১২’র মেজর এম. রিফাত-বিন-আসাদ মিডিয়া অফিসার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত ৯টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার কাঠেরপুলের দক্ষিণ পার্শ্বে জনৈক লালচাঁনের মেসার্স লামইয়া ইলেকটিক হাউজের সামনে অভিযান চালিয়ে ২৩ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ও নগদ ৩ হাজার ২০০টাকা জব্দ করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।