Top
সর্বশেষ

মেসিকে ‘ভুয়া’ বলায় দুঃখ প্রকাশ

১৭ মার্চ, ২০২২ ১২:৪৮ অপরাহ্ণ
মেসিকে ‘ভুয়া’ বলায় দুঃখ প্রকাশ
স্পোর্টস ডেস্ক :

আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির সময়টা ভালো কাটছে না পিএসজিতে। লিগ কাপ থেকে বিদায় নিয়েছে তার দল, একই ভাগ্য বরণ করেছে চ্যাম্পিয়ন্স লিগেও। শেষটা পিএসজি ভক্তদের তাঁতিয়ে দিয়েছে বেশ। যে কারণে ফরাসি দলটির সবশেষ ম্যাচে দর্শকরা রীতিমতো ‘ভুয়া’ বলেছেন তাকে। এমন দৃশ্য আর্জেন্টিনা দলে মেসির পূর্বসূরি এরিয়েল ওর্তেগাকে দুঃখ দিয়েছে বেশ।

সম্প্রতি টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন এই কথা। বলেছেন, ‘মেসির জন্য দুঃখ পেয়েছি, কারণ ফুটবলে সেই সেরা। আমরা যারা ভালো ফুটবল পছন্দ করি, তার প্রতিনিধি সে। আমি একজন খেলোয়াড় ছিলাম। তবে তার মানের অবশ্য ছিলাম না, তবে তার চেহারা দেখেই বলে দেওয়া যায়, তার ভেতরে কী চলছে। সত্যটা হচ্ছে, সে অসুখী। তাকে যখন দুয়ো দেওয়া হয়, ভুয়া বলা হয়, তখন তার কাছ থেকে বাকিরা আর কীইবা আশা করতে পারে?’

পিএসজিতে গোল পাচ্ছেন না মেসি, তার দলও ধুঁকছে বেশ। তবে ওর্তেগা মনে করেন, মেসি ফর্মেই আছেন, বিশ্বকাপকে মাথায় রেখে এগোচ্ছেন তিনি। বলেন, ‘যখন সে বার্সেলোনায় ছিল, তখনকার মতো সুখী আছে সে, এমনটা মনে হয়নি আমার। আগের মতো গতিও নেই তার। সবাই পিএসজিকে ছোট করে দেখে, তবে তারা এমন এক দলের কাছে হেরেছে যারা ৭০০ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ জিতেছে, কোনো সাধারণ দলের হয়ে নয়। যদি ফর্মের কথা বলা হয়, তাহলে আমি মনে করি লিও ভালোই আছে। এখন তো বিশ্বকাপের স্বপ্ন নিয়েই এগোচ্ছে সে।’

তবে পিএসজিতে মানিয়ে নিতে আরও একটু সময় চাই মেসির, মনে করেন ওর্তেগা। বললেন, ‘বার্সেলোনায় সতীর্থদের সঙ্গে ১৫ বছরের দীর্ঘ একটা সময় পার করেছে সে। আর পিএসজিতে সে সতীর্থদের সঙ্গে কাটিয়েছে ৭ মাস, ঠিকঠাক মানিয়েও নেয়নি। যদিও এমন ধরনের খেলোয়াড়দের মানিয়ে নেওয়ার দরকার হয় না। তবে আমি মনে করি না, বার্সেলোনা বা আর্জেন্টিনায় যেমন স্বচ্ছন্দ সে, তেমন কিছু পিএসজিতে হবে। তবে সে শিগগিরই মানিয়ে নেবে। তার জন্য খেলতে তার দল নিশ্চয়ই কোনো একটা পদ্ধতি খুঁজে বের করবে।’

শেয়ার