Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

কোটালীপাড়ায় দিয়ে জাতির পিতার জন্মদিন পালিত

১৭ মার্চ, ২০২২ ১:৫৬ অপরাহ্ণ
কোটালীপাড়ায় দিয়ে জাতির পিতার জন্মদিন পালিত
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার স্বেচ্ছাসেবী সংগঠন জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে র‍্যালী, আলোচনা সভা ও কেক কাটা হয়।

দিবসের প্রথম প্রহরে সংগঠনটির আয়োজনে একটি র‍্যালী ঘাঘরকান্দা শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরে এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর পৌর হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র উচ্ছাস বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান শেখ।

এ সময় অধ্যাপক কার্তিক চন্দ্র বিশ্বাস, পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, ঘাঘরকান্দা শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতি রানী ভৌমিক, জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ১শত শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপরে লেখা বিভিন্ন লেখকের ১শত বই ও উন্নত খাবার ।

জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন উপলক্ষে আমরা সংগঠনের পক্ষ থেকে আমাদের ফেসবুক পেইজে অর্থ সহায়তা চেয়ে পোস্ট দেই। এই পোস্টে সাড়া দিয়ে কিছু মানবিক মানুষ ২০হাজার টাকা সহযোগিতা করেন। সেই টাকা দিয়ে আমরা ছিন্নমূল শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ১শত জন শিশুকে নিয়ে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতার জন্মদিন পালন করি। এ দিনে এই ১শত শিশুকে দু’বেলা উন্নত খাবার ও জন্মদিনের উপহার হিসেবে প্রত্যেককে ১টি করে বই দেওয়া হয়েছে।

শেয়ার