Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

নীলফামারীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস

১৭ মার্চ, ২০২২ ৩:২৬ অপরাহ্ণ
নীলফামারীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস
নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীতে যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।

বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচি।

সকাল ৯টায় ডিসির মোড়স্থ বঙ্গবন্ধু চত্বরে জাতির জনক এঁর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। রাস্ট্রের পক্ষে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন ও পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর একে একে জেলা আওয়ামী লীগ ও তাঁর অঙ্গসহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি দপ্তর, মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ছাড়া সর্বস্তরের মানুষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। একই সময় জেলা পরিষদ চত্বরে জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে জেলা পরিষদের সদস্যসহ কর্মকর্তা-কর্মচারীগণ।

এরপর সকাল ১০টায় ডিসি গার্ডেন চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে শ্রমজীবী গরীব, অসহায়, দুঃস্থ ও পথ শিশুদের মাঝে মিষ্টবিতরণ করা হয়। এরপর সেখানে পথ শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সাথে নিয়ে বেলুন উড়িয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কেক কাটেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।

এসময় সেখানে পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান- বিপিএম,পিপিএম, স্থানীয় সরকার বিভিাগের উপ-পরিচালক আব্দুর রহমান, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিক্তি জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর্জা মুরাদ হাসান বেগ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বেলা ১১টায় ডিসি গার্ডেন চত্বরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বাদ যোহর বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত জেলা শহরের ফুলতলাস্থ শেখ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল, সুবিধা মতো সময়ে অন্যান্য ধর্মীয় উপসানালয়ে বিশেষ প্রার্থনা, বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এদিকে সকাল সাড়ে ৯টার দিকে শহরের বঙ্গবন্ধু চত্বরে নীলফামারী পৌরসভার পক্ষ থেকে শ্রমজীবী গরীব, অসহায়, দুঃস্থ ও পথ শিশুদের মাঝে মিষ্টি বিতরণ করেন পৌরসভা মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ। একই ভাবে জেলার অন্যান্য উপজেলায় সরকারি ও দলীয় কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়।

শেয়ার