রাজবাড়ীতে সরকারি-বেসরকারি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের অফিস চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ, কেক কাটা ও বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ড এ উপলক্ষে বর্ণাঢ্য মোটর শোভাযাত্র বরে করে।
এসব কর্মসূচিতে আড়ম্বর শোভাযাত্রা সহকারে অংশগ্রহণ করেন রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী, জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এবং বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।