রাশিয়ার সঙ্গে দ্বন্দ্বের জেরে ইউরোপে যে জ্বালানি ঘাটতি তৈরি হয়েছে, তা মেটাতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৬ মার্চ) যুক্তরাষ্ট্রের উপকূলীয় দুটি প্রধান টার্মিনাল থেকে গোটা ইউরোপসহ মুক্ত বাণিজ্য চুক্তি না থাকা দেশগুলোতে এলএনজি রপ্তানি বাড়ানোর অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন। খবর রয়টার্সের।
এদিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহকারী চেনিয়ার এনার্জিকে লুইজিয়ানার সাবাইন পাস এবং টেক্সাসের কর্পাস ক্রিস্টি টার্মিনাল থেকে দৈনিক ০.৭২ বিলিয়ন ঘনফুট পর্যন্ত গ্যাস রপ্তানির অনুমতি দিয়ে নোটিশ জারি করেছে দেশটির জ্বালানি দপ্তর (ডিওই)। এর আগে টার্মিনাল দুটি থেকে কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি থাকা কানাডা, মেক্সিকো, অস্ট্রেলিয়া এবং এশিয়া, মধ্যপ্রাচ্য, মধ্য ও দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশেই গ্যাস রপ্তানির অনুমতি ছিল।
ডিওই জানিয়েছে, এখন থেকে যুক্তরাষ্ট্রের প্রতিটি এলএনজি প্রকল্প থেকে মার্কিন আইনে নিষিদ্ধ নয় এমন যেকোনো দেশে পূর্ণমাত্রায় রপ্তানি করা যাবে।
মার্কিন জ্বালানি দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক জ্বালানি নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের এলএনজি একটি গুরুত্বপূর্ণ উপাদান। জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমিত করতে কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি আমাদের মিত্র ও ব্যবসায়িক অংশীদারদের প্রয়োজনীয় জ্বালানি সরবরাহের উপায় খুঁজে বের করতে ডিওই প্রতিশ্রুতিবদ্ধ।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর আগেই ইউরোপে জ্বালানি সরবরাহ ঠিক রাখতে বিকল্প উপায় নিয়ে এলএনজি রপ্তানিকারক দেশ ও সংস্থাগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছিল যুক্তরাষ্ট্র। ইউরোপের চাহিদার প্রায় ৪০ শতাংশ গ্যাসই যায় রাশিয়া থেকে, দৈনিক হিসাব যার পরিমাণ প্রায় ১৮ বিলিয়ন ঘনফুট।
মিত্র দেশগুলোতে রুশ জ্বালানির নির্ভরতা কমাতে যুক্তরাষ্ট্রে তেল-গ্যাস উৎপাদন বাড়ানোর জন্য বাইডেন প্রশাসনের ওপর মার্কিন আইনপ্রণেতা ও বাণিজ্যিক সংগঠনগুলোর চাপ বাড়ছিল। কিন্তু জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বিবেচনায় এ বিষয়ে কিছুটা ধীরেই এগিয়েছে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্র আগে থেকেই বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানিকারক। নতুন আদেশের ফলে বছর শেষে তারা বর্তমান মাত্রার চেয়ে আরও ২০ শতাংশ বেশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বিদেশে পাঠাতে পারে।