সুনামগঞ্জের শাল্লা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ হতে ৫০ শয্যায় উন্নিতকরন কাজের উদ্বোধন করা হয়। ১৭ ই মার্চ (বৃহস্পতিবার) দুপুরে ৩ তলা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডাঃ সুমন ভূঁইয়ার সভাপতিত্বে ও অফিস প্রধান নিশিকান্ত দাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেন গুপ্তা।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ(আল আমিন), উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব, শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট দিপু রঞ্জন দাশ, ২ নং হবিবপুর ইউপি চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, ৩ নং সদর বাহাড়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু ও ৪ নং শাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।