Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

পঞ্চগড়ে স্বাধীনতার সুর্বণজয়ন্তী মেলা শুরু

১৭ মার্চ, ২০২২ ৭:০৫ অপরাহ্ণ
পঞ্চগড়ে স্বাধীনতার সুর্বণজয়ন্তী মেলা শুরু
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড় :

পঞ্চগড়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ‘‘মুক্তির উৎসব ও স্বাধীনতার সুর্বণজয়ন্তী মেলা” শুরু হয়েছে। জেলা প্রশাসন পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে ৭ দিনব্যাপী এই মেলার আয়োজন করে।

রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামের মুক্ত মঞ্চ চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন।

পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজাদ জাহান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা মো. সায়খুল ইসলাম, এটিএম সারোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

৭ দিনব্যাপী এই মেলায় সরকারি প্রতিষ্ঠানের ৩০টি স্টলে উন্নয়ন কার্যক্রম প্রদর্শণী, মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের ৫০ বছরের সাফল্য ও অর্জন বিষয়ক ভিডিও প্রদশর্নী, বীর মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে ৫০টি জাতীয় পতাকা সম্বলিত সুবর্ণজয়ন্তী র‌্যালি, স্বাধীনতা যুদ্ধে বীরাঙ্গনাসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের অবদান নিয়ে ৭ দিন ব্যাপী ধারাবাহিক আলোচনা, বীর মুক্তিযোদ্ধা সমাবেশ, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সম্প্রচার, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের উপর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্য চিত্র প্রদর্শন, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীসহ বিভিন্ন কর্মসচি নেয়া হয়েছে।

 

শেয়ার