Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই বখাটের কারাদণ্ড

১৭ মার্চ, ২০২২ ৯:২২ অপরাহ্ণ
স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই বখাটের কারাদণ্ড
নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর রাণীনগরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই বখাটেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো এ কারাদণ্ড প্রদান করেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, রাণীনগর উপজেলার সদরের পূর্ব বালভরা গ্রামের আব্দুর রশিদের ছেলে শান্ত ইসলাম (২২) ও খট্টেশ^র গ্রামের জিল্লুর সরদারের ছেলে এরশাদ সরদার (১৯)।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান,Add New আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে জাতীয় শিশু দিবসের র‌্যালী শেষে রাণীনগর উপজেলা গোল চত্বর থেকে ভ্যান যোগে কয়েকজন ছাত্রী স্কুলে ফিরে যাচ্ছিলো। ছাত্রীরা ভ্যানে উঠার পর থেকেই তাদের পিছু নিয়ে বখাটে শান্ত ইসলাম ও এরশাদ সরদার। দুই বখাটে ওই ছাত্রীদের বিভিন্ন ভাবে উক্ত্যক্ত করতে শুরু করেন।

এমত অবস্থায় ত্রিমোহনী এলাকায় স্কুল ছাত্রীরা পৌঁছালে দুই বখাটে আবার ছাত্রীদের উক্ত্যক্ত করতে লাগে। এ সময় ওই ছাত্রীদের শিক্ষক প্রতিবাদ কারলে তারা দুইজন শিক্ষককে মারপিট করতে লাগলে শিক্ষক ও স্থানীয়রা জনতা দুই বখাটেকে আটক করে পুলিশে দেয়।

ওসি জানান, পুলিশ তাদের দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো দুই বখাটে শান্ত ইসলাম ও এরশাদ সরদারকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আজ বৃহস্পতিবার বিকেলে দন্ডপ্রাপ্ত দুইজন বখাটেকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

শেয়ার