Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

বঙ্গবন্ধুর জন্মদিনে জবি নীলদলের আলোচনা সভা

১৮ মার্চ, ২০২২ ১১:৩৪ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধুর জন্মদিনে জবি নীলদলের আলোচনা সভা
জবি প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীল দলের আয়োজনে ‘বঙ্গবন্ধুর জন্মদিনঃ বাঙ্গালি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠার শুভক্ষণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের সহযোগী  অধ্যাপক  ড. মুর্শিদা বিনতে রহমান। আলোচক হিসেবে ছিলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোঃ সিদ্দিকুর রহমান ও দর্শন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলাম।
প্রধান আলোচক মুর্শিদা বিনতে রহমান বলেন, ‘বাঙালি যে শোষণ ও বঞ্চনার মধ্য দিয়ে যাচ্ছিলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে থেকে এই জাতিকে মুক্তির পথ দেখিয়েছেন। বঙ্গবন্ধুর জন্মের মধ্য দিয়েই একটা শুভক্ষণের সূচনা হয়েছিল। সেই সময়ে চলমাম ব্রিটিশ কলোনিয়াল ও সাম্রাজ্যবাদের কালো ছায়া পুরো ভারতবর্ষকে যেভাবে গ্রাস করেছিল, বঙ্গবন্ধুর জন্মের পর বাঙালি জাতির জন্য তার সংগ্রাম, ত্যাগ তাকে মহামানবের আসনে বসিয়েছে। বাঙালির মুক্তির জন্য তিনি আজীবন সংগ্রাম করে গিয়েছেন। ছয়দফা দাবির মাধ্যমে বাঙালির স্বাধীনতার বীজ বপন করেছেন। তার পুরো জীবনেরর আদর্শিক দিককে বিবেচনা করলে দেখা যায়, তিনি জনসভায় যখনই কথা বলেছেন। তিনি বলেছেন আমার মানুষ। সবাইকে একই সুতোয় বেধে তিনি ভালোবেসেছেন, মুক্তির জন্য সংগ্রাম করেছেন।’
অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলাম তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর জন্মের মধ্য দিয়েই সেই সময়টা ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে। তাঁর জন্মের মধ্য দিয়েই একটি শুভক্ষণের সূচনা হয়েছে। স্বপ্ন সবাই দেখাতে পারে, কিন্তু সেই স্বপ্ন সবাই সৃষ্টি করতে পারেনা। যারা স্বপ্ন সৃষ্টি করতে পারে তারাই মহামানব। প্লেটো যেমন তার বিখ্যাত গ্রন্থ ‘দ্যা রিপাবলিক’ এর মাধ্যমে স্বপ্নের সৃষ্টি করেছেন, তেমনই বঙ্গবন্ধুও বাঙালি জাতির জন্য স্বপ্নের সৃষ্টি করেছিলেন। আর তার মাধ্যমেই ইতিহাসে মহানায়ক হিসেবে অধিষ্ঠিত হয়েছেন।’
শিক্ষক সমিতির সহসভাপতি অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন শুরু হয়েছিলো ছোটবেলা থেকেই। তিনি সবসময়ই বাঙালির মুক্তির জন্য সংগ্রাম করে এসেছেন। পূর্ব পাকিস্তান থেকে সর্বপ্রথম বাংলাদেশের নামকরণও তিনিই করেছিলেন।’
তিনি আরো বলেন, মুজিব কোর্ট পড়ে কেউ হয় এমপি-মন্ত্রী, কেউ হোন ভুয়া মুক্তিযোদ্ধা, মুজিব কোর্ট পড়ে অনেক শিক্ষার্থী করেন চাঁদাবাজি, কেউবা করেন বেগম পাড়ায় বাড়ি। এতে মুজিব কোর্টের অবমাননা করা হয়। বঙ্গবন্ধু চেয়েছিলেন দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন। আর এই পরিবর্তন হলেই দেশ এগিয়ে যাবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদলের সভাপতি ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হোসেনের সভাপতিত্বে আলোচনার সভার সঞ্চালনা করেন সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক বুশরা জামান ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাফিস আহম্মেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন  জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদলের সাধারণ সম্পাদক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক কামাল হোসেন।
এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ, বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
শেয়ার