ইউক্রেনের একটি মার্কেটে গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী। বৃহস্পতিবার (১৭ মার্চ) গোলাবর্ষণের পর বারাবশোভো মার্কেটে ব্যাপক আগুন জ্বলতে দেখা গেছে। তাছাড়া মার্কেটের বাইরে থেকে ব্যাপক ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। খবর সিএনএনের।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে মার্কেটটিতে আগুন জ্বলতে দেখা গেছে। সংবাদ মাধ্যম সিএনএন ভিডিওর সত্যতা যাচাই করেছে।
এ নিয়ে টেলিগ্রামে একটি বার্তা দিয়েছেন ইহর তেরেখভ। তিনি বলেছেন, মার্কেটের আগুন নেভানোর সময় ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিসের একজন উদ্ধারকর্মীর মৃত্যু হয়েছে।
গোলাবর্ষণে মার্কেটটির ঠিক কতটা ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি। তবে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
বারাবশোভো পূর্ব ইউক্রেনের বৃহত্তম একটি মার্কেট। এটি পৃথিবীর ১৪তম বৃহৎ মার্কেট।