Top
সর্বশেষ

নোয়াখালীতে মানসম্মত শিক্ষা নিশ্চিতকল্পে মতবিনিময় সভা

১৯ মার্চ, ২০২২ ১:৪১ অপরাহ্ণ
নোয়াখালীতে মানসম্মত শিক্ষা নিশ্চিতকল্পে মতবিনিময় সভা

মুজিব শতবর্ষ, মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে নোয়াখালীতে প্রাথমিক সহকারি শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ মার্চ) দুপুরে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি জেলার সদর শাখার আয়োজনে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

সভায় শিক্ষক প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে বহিরাগত শিক্ষক নিয়োগ ও স্থায়ী অফিস করার জন্য জায়গা বরাদ্দের জন্য প্রধান অতিথির কাছে অনুরোধ করেন।

সভায় প্রধান অতিথি একরামুল করিম চৌধুরী তার বক্তব্যে শিক্ষকদের বিভিন্ন দাবী ও সমস্যাগুলো চিহ্নিত করে সরকারের উচ্চপর্যায়ের বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলে সমাধানের আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সামছুদ্দিন জেহান , উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক , উপজেলা শিক্ষা অফিসার মো. সিদ্দিকুর রহমান খান, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রিয় সভাপতি মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ।

অন্যদের মধ্যে অনুষ্ঠান ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর ও নোয়াখালীসহ চার জেলার শিক্ষক সমিতির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার