Top
সর্বশেষ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

১৯ মার্চ, ২০২২ ৩:১৪ অপরাহ্ণ
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
এম.আবুল হোসেন শাহ্, নীলফামারী :

নীলফামারীতে রেলে কাটা পড়া মানসিক ভারসাম্যহীন এক যুবককের মরদেহ উদ্ধার করেছে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ। শনিবার সকাল আটটার দিকে নীলফামারী-সৈয়দপুর রেলপথের বউ বাজার নামক স্থান থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লিমন হোসেন (২৮) নীলফামারী জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের মনষাপাড়া গ্রামের বউ বজার এলাকার নূর উদ্দিনের ছেলে বলে জানান সৈয়দপুর রেলওয়ে থানার পরিদর্শক (ওসি) শফিউল ইসলাম।

স্থানীয়রা জানায়, শনিবার সকালে গ্রামের এক কৃষক জমিতে কাজ করতে যাওয়ার সময় বউবাজারের রেল লাইনের উপর লিমনের কাটা মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। ধারণা করা হচ্ছে গভীর রাত বা ভোরের কোন এক সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় লিমনের। পরে খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহত লিমনের মামা মো. নুরন্নবী বলেন,‘লিমন ঢাকায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাকে সেখান থেকে বের করে দেয় কর্তৃপক্ষ। ঢাকা থেকে তিন দিন আগে বাড়িতে ফিরে আসে সে। তাঁর দুই শিশু সন্তান ও স্ত্রী রয়েছে।

শুক্রবার রাত আটটার পর বাড়ী থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। আজ (শনিবার) সকালে রেল লাইনের উপর তার কাটা মরদেহ পড়ে থাকার খবর পাই। মরদেহ

দেখে মনে হচ্ছে রাতের কোন ট্রেনে কাটা পড়ে মারা গেছে।’

লিমনের স্ত্রী দুলালী বেগম (২৫) বলেন,‘দুই শিশু সন্তানকে নিয়ে আমি শুক্রবার বিকালে জেলা শহরের মাসটার পাড়াস্থ বাবার বাড়ীতে যাই। পরে সন্ধ্যার দিকে স্বামী আমার বাবার বাড়ি আসে। তাকে রাতে থাকতে বললে বাহির থেকে ঘুরে আসার কথা বলে আর আসে নি। সকালে খবর পেয়ে এসে আমাদের বাড়ির থেকে অদূরে রেল লাইনের উপর স্বামীর কাটা মরদেহ পড়ে রয়েছে।’

সৈয়দপুর রেলওয়ে থানার পরিদর্শক (ওসি) শফিউল ইসলাম বলেন, ‘পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে সে মানসিক ভারসাম্যহীন। রাত একটা পর্যন্ত খোঁজাখুজি করেও তাকে পায়নি পরিবারের সদস্যরা। শনিবার সকালে এলাকার লোকজন তার মরদেহ রেল লাইনের ওপর কাটা পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়।’

তিনি আরো বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে লিমনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

উল্লেখ যে, ২০২১ সালের ৮ ডিসেম্বর একই স্থানে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিন শিশুসহ ৪ জন নিহত হয়েছিল।

শেয়ার