Top
সর্বশেষ

প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপে করোনা নিয়ন্ত্রণ হয়েছেঃ ভূমিমন্ত্রী

১৯ মার্চ, ২০২২ ৪:৪১ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপে করোনা নিয়ন্ত্রণ হয়েছেঃ ভূমিমন্ত্রী
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (এমপি) বলেন, করোনা মহামারীর কারণে বিগত দুই বছর সারা বিশ্ব স্তম্ভিত হয়ে পড়ে। বিশ্বে লাখ-লাখ মানুষের মৃত্যু ঘটেছে, আল্লাহর রহমতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী প্রদক্ষেপের কারণে বাংলাদেশে করোনা পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হয়েছে। কিন্ত এ পরিস্থিতিতেও দেশের উন্নয়ন থেমে থাকেনি।আমরা চেষ্ঠা করে যাচ্ছি মানুষ যেন কোন সমস্যায় না পড়ে। সবকিছু সমন্বয় করে উন্নয়নযাত্রা অভ্যাহৃত রাখতে।

শুক্রবার(১৮ মার্চ) ভূমিমন্ত্রীর ব্যক্তিগত অর্থায়নে নির্মিত উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরায় সদর আলী পাগলী পুকুরপাড় জামে মসজিদের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

এসময় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবদুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল আমিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি এসএম আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক এমএ মালেক, ভূমিমন্ত্রীর একান্ত সচিব রিদুয়ানুল করিম চৌধুরী সায়েম, আনোয়ারা থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন শরীফ প্রমুখ।

 

শেয়ার