Top
সর্বশেষ

“বি নেগেটিভ ডোনার বাংলাদেশ” এর মিলনমেলা

১৯ মার্চ, ২০২২ ৪:৪৮ অপরাহ্ণ
“বি নেগেটিভ ডোনার বাংলাদেশ” এর  মিলনমেলা
রাজশাহী প্রতিনিধি :

“জয় হোক মানবতার, দৃঢ় হোক রক্তের বন্ধন” এই শ্লোগান নিয়ে গড়ে উঠা সংগঠন বি নেগেটিভ ডোনার বাংলাদেশ ; রাজশাহীতে বিভাগীয় মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠানে মানবতাবাদী এক ঝাঁক স্বেচ্ছাসেবিরা উপস্থিত ছিলেন। যারা আলোর বিচ্ছুরণ ছড়িয়ে ঘরে ঘরে রক্তদাতা তৈরি করার সপথ নিয়েছে।

শুক্রবার (১৮ মার্চ) রাজশাহী গোদাগাড়ীর সাফিনা পার্কে উক্ত মিলন মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহাদ কবির, সিনিয়র এডমিন ও সাবেক সভাপতি, বি নেগেটিভ ডোনার বাংলাদেশ । সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় এডমিন সানিইল হক হানিফ এবং সঞ্চালনায় ছিলেন তুষার ইমরান জেলা প্রতিনিধি চাপাইনবাবগঞ্জ।

জেলা প্রতিনিধি চাপাইনবাবগঞ্জ বি নেগেটিভ ডোনার বাংলাদেশ তুষার ইমরান সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ধৈর্য ধারন করে সবার বক্তব্য শুনার অনুরোধ করেন। তিনি আরও বলেন, মিটিং চলাকালীন আপনারা কেউ মোবাইল টিপবেন না, কথা বলবেন না। এর পর সঞ্চালক তুষার ইমরান রক্ত দেওয়া কেন প্রয়োজন? কারা রক্ত দিতে পারবেন? রক্ত দেওয়ার পর কী হয়? কি ভাবে সচেতনাতা বৃদ্ধি করা যায়? রক্ত দেওযার উপকারিতা ও প্রতিষ্ঠা বার্ষিকী কিভাবে করা যায় তা নিয়ে আলোচনা করার জন্য সবাইকে অনুরোধ করেন।

এর পর শুভেচ্ছা বক্ত্যব প্রদান করেন এডমিন রোকসানা খাতুন, জহিরুল ইসলাম, মিলাদুন্নবী মিলন, মাহমুদুর রহমান । বক্তারা তাদের বক্তব্য তুলে ধরেন, রক্ত দেয়ার উপকারিতা কি, নিয়মিত রক্ত দেয়ার কিছু উপকার রয়েছে। সেগুলো হলো:

১. এতে একজন মানুষের জীবন বাঁচানো সম্ভব।

২. নিয়মিত রক্ত দাতাদের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে।

৩. বছরে তিনবার রক্ত দিলে শরীরে নতুন লোহিত কণিকা তৈরির হার বেড়ে যায়। এতে অস্থিমজ্জা সক্রিয় থাকে।

দুর্ঘটনায় আহত, ক্যান্সার বা অন্য কোন জটিল রোগে আক্রান্তদের জন্য, অস্ত্রোপচার কিংবা সন্তান প্রসব অথবা থ্যালাসেমিয়ার মতো বিভিন্ন রোগের চিকিৎসায় রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়। পরিসংখ্যান অনুযায়ী দেশে বছরে আট থেকে নয় লাখ ব্যাগ রক্তের চাহিদা থাকলেও রক্ত সংগ্রহ হয় ছয় থেকে সাড়ে ছয় লাখ ব্যাগ। ঘাটতি থাকে তিন লাখ ব্যাগের বেশি।

এছাড়া সংগ্রহকৃত রক্তের মাত্র ৩০ শতাংশ আসে স্বেচ্ছায় রক্তদাতাদের থেকে। নিজের পরিবারের সদস্য বা পরিচিতজন না হলে এখনো বেশিরভাগ মানুষ রক্তের জন্য নির্ভর করেন পেশাদার রক্তদাতার ওপর। রক্তের অভাবের কারণে প্রতিবছর বহু রোগীর প্রাণ সংকটের মুখে পড়ে। এক ব্যাগ রক্ত দিতে সময় লাগে মাত্র ১০ থেকে ১২ মিনিট। এই অল্প সময়ে চাইলেই একজনের প্রাণ বাঁচানো সম্ভব।

প্রধান অতিথি আহাদ কবির বলেন প্রাপ্তবয়স্ক সুস্থ নারী-পুরুষ চাইলেই নির্দিষ্ট সময় পরপর রক্ত দিতে পারেন। ১৮ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে শারীরিকভাবে সুস্থ নারী ও পুরুষ রক্ত দিতে সক্ষম। তিনি অরও বলেন এক্ষেত্রে পুরুষের ওজন থাকতে হবে অন্তত ৪৮ কেজি এবং নারীর অন্তত ৪৫ কেজি । রক্তদাতাকে অবশ্যই ভাইরাসজনিত রোগ, শ্বাসযন্ত্রের রোগ এবং চর্মরোগ মুক্ত থাকতে হবে। সাধারণত তিন মাস পর পর রক্ত দেওয়া যাবে। সাধারণত প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের শরীরে ৪ থেকে ৬ লিটার পরিমাণ রক্ত থাকে। প্রতিবার ৪৫০ মিলিলিটার রক্ত দেয়া হয়। এ কারণে রক্ত দিলে ক্ষতি হওয়ার আশঙ্কা একেবারেই নেই।

এদিকে সানিউল হক হানিফ বলেন রক্ত দেয়ার পর কিছুটা মাথা ঘোরাতে পারে। এটা স্বাভাবিক। তবে এ সময় হাঁটাহাঁটি না করে অন্তত এক থেকে দুই ঘণ্টা বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছেন। রক্তদাতা যদি ঘামতে থাকেন এবং অস্থিরতা হয়, তবে তাকে স্যালাইন খাওয়ানোর পরামর্শ দেন তিনি। তিনি বলেন, রক্ত দেয়ার সময় শরীর থেকে রক্তের পাশাপাশি ২৫০-৩০০ মিলিগ্রাম আয়রন কমে যায় তাই তার ক্ষয়পূরণে আয়রন ও প্রোটিনযুক্ত খাবার বেশি বেশি খাওয়ার পরামর্শ দিয়েছেন।

শেয়ার