রাজবাড়ীতে নিম্ন আয়ের ৬৭ হাজার ৩৬৪ টি পারিবারকে সরকার অনুমোদিত ১৭ জন ডিলারের মাধ্যমে সরকারের সাশ্রীয় মূল্যের টিসিবির পণ্য দেওয়া হবে। সাশ্রীয় মূল্যের ৪৬০ টাকার প্যাকেজে থাকবে ২ কেজি চিনি ২ কেজি মসুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল।
শনিবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক আবু কায়সার খান।
এ সময় পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানাসহ জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক আবু কায়সার খান জানান, রাজবাড়ীর ৬৭ হাজার ৩৬৪ টি নিম্ন আয়ের পরিবার মাঝে দুই পর্যায়ে টিসিবির পণ্য পাবে। এরই মধ্যে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধিরা নিম্ন আয়ের পরিবারকে চিহিৃত করে ফ্যামেলি কার্ড প্রদান করেছেন। কার্ডধারীরা প্রথম পর্যায়ে চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা ও সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকায় কিনতে পারবে। এ সময় প্রতিটি পরিবার ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল প্যাকেজ হিসাবে ৪৬০ টাকায় কিনতে পারবে।
এ সময় তিনি আরও বলেন, আগামী ২০ মার্চ সকাল ১০টা থেকে প্যাকেটজাত করে জেলা প্রশাসনের তত্বাবধানে এসব পণ্য বিক্রি শুরু হবে। পণ্য বিক্রির সময় একজন ট্যাগ অফিসারসহ জেলা পুলিশ দ্বায়িত্ব পালন করবে।
Attachments area