Top
সর্বশেষ

মাদকাসক্ত স্বামীর মারপিটে গৃহবধূর মৃত্যুঃ স্বামী আটক

১৯ মার্চ, ২০২২ ৬:১০ অপরাহ্ণ
মাদকাসক্ত স্বামীর মারপিটে গৃহবধূর  মৃত্যুঃ স্বামী আটক
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি বিলের পাড় গ্রামে শনিবার সকালে মাদকাসক্ত স্বামীর বেধড়ক মারপিটে নার্গিস খাতুন (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত স্বামী রেজাউল করিমকে (৪০) আটক করেছে পুলিশ। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ওই গ্রামের মাদকাসক্ত রেজাউল করিম প্রায়ই তার স্ত্রী নার্গিস খাতুনকে মারধর করতো। শনিবার সকালে তাকে বেধড়ক মারপিট করা হলে গুরুতর আহত হয়। প্রতিবেশীরা আশঙ্কাজনক অবস্থায় নার্গিসকে হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার ও অভিযুক্ত রেজাউলকে আটক করা হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

শেয়ার