সংবাদ সম্মেলনে তার পরিবারের সদস্যরা বলেন, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি কালকিনি উপজেলা কৃষকলীগ নেতা মানিক সরদার খুন হন। এই ঘটনায় নিহতের স্ত্রী সীমা খানম বাদী হয়ে কালকিনি থানায় ১৭ জনকে আসামি করে কালকিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মোবাইল কল দিলে গত সোমবার রাত ৯টার দিকে এই শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে হাজির হন পরিবারের লোকজন।
জিজ্ঞাসাবাদ শেষে পরদিন সকালে তাদের হাতে তুলে দেওয়ার কথা থাকলেও তাকে মাদারীপুর পৌর এলাকা থেকে বুধবার গ্রেপ্তার দেখায় এবং বৃহস্পতিবার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
মাদারীপুরে গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে এক এসএসসি পরীক্ষার্থীকে আটকে রেখে নির্যাতন ও হত্যা মামলায় জড়ানোর অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
শুক্রবার দুপুরে জেলা শহরের কলেজ রোডে একটি বাড়িতে সংবাদ সম্মেলনে তার স্বজনরা এই ঘটনার বিচার এবং ওই শিক্ষার্থীর মুক্তি দাবি করেছেন।
তারা জানান, ১৬ বছর এই শিক্ষার্থী কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ফাঁসিয়াতলার বাসিন্দা এবং কালিনগর ফাঁসিয়াতলা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী।
সংবাদ সম্মেলনে এই শিক্ষার্থীর ভাবি বলেন, তার দেবর এজাহারভুক্ত আসামি নন, স্কুলছাত্র। তবুও এলাকায় একটি হত্যা মামলায় তাকে আসামি সাজিয়ে কারাগারে পাঠানো হলো। প্রথম ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেনি।
“তারা আমাদের ফোন করে তাকে নিয়ে ডিবি অফিসে হাজির হতে বলে। পুলিশের কথামত আমরা তাকে নিয়ে ডিবির কার্যালয়ে যাই। পরে তারা জিজ্ঞাসাবাদের জন্য আটক রেখে নির্যাতন চালায়। আমরা আনতে গেলে তারা তালবাহানা শুরু করে। এক পর্যায় পুলিশ আমাদের জানায়, তাকে আদালতে চালান করা হয়েছে।”
এই শিক্ষার্থীর দুলাভাই মহসিন কাজী বলেন, তাকে তিনদিন আটকে রেখে নির্যাতনের পর বয়স ১৯ বছর দেখিয়ে আদালতে পাঠায় মামলার তদন্তকারী কর্মকর্তা হিমেল রানাসহ ডিবি অন্য সদস্যরা।
“আমরা পুলিশকে ওর বিষয়ে সব জানিয়েছি। সে এবার এসএসসি পরীক্ষা দেবে। এসএসসির রেজিস্ট্র্রেশনে তার বয়স পহেলা জুলাই ২০০৬ সাল দেওয়া আছে। জন্মনিবন্ধনেও তাই দেওয়া। তবুও পুলিশ এসব বাদ দিয়ে বয়স ৩ বছর বাড়িয়ে আদালতে পাঠিয়েছে। বয়স না বাড়ালে তাকে কিশোর সংশোধানাগারে রাখা যেত। তিনি এই ঘটনায় জড়িতদের বিচার ও এই শিক্ষার্থীর মুক্তি দাবি করেন।
জানতে চাইলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই হিমেল রানা বলেন, মানিক সরদার হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার কোর্টে চালান করা হয়েছে।
বয়স বাড়ানো বিষয় জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, “তার বয়স ১৯ বছর। এসএসসি পরীক্ষা দিলেই কি তার বয়স বাড়তে পারে না। তাকে দেখলেই বোঝা যাবে তার বয়স কত?”
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ওসি আল-মামুন বলেন, “হত্যা মামলার সঙ্গে সে জড়িত। তাই তার পরিবার নিজেদের দায় এড়াতে অনেক কথাই বলতে পারে। পুলিশের জিজ্ঞাসাবাদে ওই আসামি বলেছে, তার বয়স ১৯ থেকে ২০ বছর। আমরা তো আর তার সনদপত্র বা জন্মনিবন্ধন দেখিনি। তবে পুলিশের বিরুদ্ধে আসামি নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন। আমরা তাকে কোনো ধরনের নির্যাতন করিনি। শুধু জিজ্ঞাসাবাদ করেছি।”