শনিবার (১৯ মার্চ) বিকেলে এ দূর্ঘটনা ঘটে। মৃত্যু আতিকুর রহমান বানিয়াপাড়া ফারাজী পাড়ার মোজাম্মেল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুর দুইটার দিকে আতিকুর সদর হাসপাতালে এক রোগীকে দেখতে যাচ্ছিলেন পথিমধ্যে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের এলজিইডি মোড় এলালায় ব্যাটারী চালিত অটো রিকশার সাথে দূর্ঘটনায় ঘটনাস্থলেই আতিকুরের মৃত্যু হয়।
এ সময় তার সাথে থাকা ব্যবসায়ী আমিনুর রহমান গুরুতর আহত হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিনো হয়।