Top
সর্বশেষ

পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

১৯ মার্চ, ২০২২ ৭:২৭ অপরাহ্ণ
পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড় :

পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় আমজাদ হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। আহত হয়েছে অপর মোটরসাইকেল আরোহী মোস্তাকিম (৩০) নামে এক সৈনিক।

শনিবার বিকেল জেলার সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের তালমা-মডেলহাট সড়কের খালপাড়া এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। তার বাড়ি সদর উপজেলার অমরখানা ইউনিয়নের খালপাড়া গ্রামে। সে ওই গ্রামের মশিউর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আমজাদ হোসেন ও মোস্তাকিম বাড়ি থেকে মোটরসাইকেলে পঞ্চগড় বাজারে যচ্ছিল। অমরখানা ইউনিয়নের খালপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি বালুভর্তি ট্রাককে ওভারটেক করার সময় তারা মোটরসাইকেলসহ সড়কের ওপর ছিটকে পড়ে। এতে আমজাদ হোসেন ট্রাকের চাকায় পিস্ট ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন মোস্তাকিম।

বর্তমানে সে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া জানান সড়ক দূর্ঘটনা দুই মোটরসাইকেল আরোহী হতাহত হয়েছে নিশ্চিত করে জানান, ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

শেয়ার