আগামীকাল রোববার থেকে রংপুর সিটি করপোরেশন ও জেলায় ২ লাখ ৮৩ হাজার ৩ শত ১২ জন কার্ডধারীর মাঝে টিসিবির পণ্য বিক্রি শুরু হবে। সকালে জেলার কাউনিয়া উপজেলায় এর উদ্ধোধন করবেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি।
শনিবার ( ১৯ মার্চ) বিকেলে রংপুর জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে এক সাংবাদিক সন্মেলনে এই তথ্য জানান রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান।
সংবাদ সন্মেলনে বলা হয়, ২০ মার্চ রোববার থেকে ৩০ মার্চ বুধবার পর্যন্ত প্রথম দফায় রংপুর সদর, কাউনিয়া,তারাগঞ্জ,বদরগঞ্জ, মিঠাপুকুর, গংগাচড়া, পীরগাছা, মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলায় উপকার ভোগীর সংখ্যা ১৭ লাখ ৭ হাজার ৯৫ জন।
হারাগাছ, বদরগঞ্জ ও পীরগঞ্জ পৌরসভা এলাকায় উপকার ভোগীর সংখ্যা ৬ হাজার ৭ শত ৩৫ জন এবং রংপুর সিটি করপোরেশন এলাকায় উপকারভোগীর সংখ্যা ৯৮ হাজার ৭ শত ৮২ জনের মাঝে প্রথম দফায় ২ কেজি তেল, ২ কেজি ডাল ও ২ কেজি চিনি বিক্রি করা হবে।
জেলার ৮ উপজেলার ১ শত ৪৯ টি, ৩টি পৌর সভার ৭টি ও রংপুর সিটি করপোরেশন এলাকার ৬৬ স্থানে এসব মালামাল বিক্রি করা হবে। জেলায় ডিলারের সংখ্যা ৫১ জন ও সিটি করপোরেশন এলাকায় ডিলারের সংখ্যা ৮৪ জন।
উদ্ধোধনী দিন ৮ উপজেলা ও ৩ পৌর এলাকার ১৮ হাজার ও রংপুর সিটি করপোরেশন এলাকার ৮ হাজার ৯ শত ৯৯ জন ২৪টি স্থান থেকে টিসিবির পণ্য কিনতে পারবেন বলে সংবাদ সন্মেলনে জানানো হয়।