Top
সর্বশেষ

রাজস্থলীতে ট্রাক-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ১

১৯ মার্চ, ২০২২ ৮:০৬ অপরাহ্ণ
রাজস্থলীতে ট্রাক-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ১
মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি :

রাঙামাটির রাজস্থলী উপজেলায় খাদ্যবোঝাই ট্রাক ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে চালক হলাথোয়াইচিং মারমা (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। এতে মাহেন্দ্রতে থাকা অপর তিন যাত্রী আহত হয়েছেন। শনিবার (১৯মার্চ) দুপুরে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের মূল সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে- শনিবার দুপুরে চট্টগ্রাম থেকে সরকারি খাদ্য পরিবহনকারী ট্রাক (ফরিদপুর-ট- ১১-০১৭০) রাজস্থলী উপজেলার মূল শহরে প্রবেশের সময় গাইন্দ্যা ইউনিয়নের গাইন্দ্যা পাড়ায় পৌছালে বিপরীত দিক আসা মাহেন্দ্র গাড়িটির সাথে মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে মাহিন্দ্র চালক হলাথোয়াইচিং মারমা মারা যান। আহতদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে। আহত অপর ব্যক্তি স্থানীয় কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রিস্টান মিশনারী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

চন্দ্রঘোনা-রাজস্থলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সালেহ ঘটনার সত্যত্ নিশ্চিত করে বলেন- ট্রাক এবং মাহেন্দ্রটি পুলিশের হেফাজতে রয়েছে। ট্রাক চালক ও হেলপার পালিয়ে গেছেন।

শেয়ার