Top

সরকার একটা ঘর দিলে ঐডাতে থাইকা মরলেও শান্তি পাইতাম

২০ মার্চ, ২০২২ ১:৪৬ অপরাহ্ণ
সরকার একটা ঘর দিলে ঐডাতে থাইকা মরলেও শান্তি পাইতাম
শেরপুর প্রতিনিধি  :

‘শেখ মজিবের বেটি শেখ হাসিনা যদি আমারে একটা ঘর দিত তাইলে ঐডাতে থাইকা মরলেও শান্তি পাইতাম।’ এভাবেই কথাগুলো বললেন মাটির খুপরি ঘরে বসবাস করা ছহিনা খাতুন (৭০)। বিধবা ছহিনা আরও বলেন, মশার কামড়ে ঘুমাইতে পারি না মশারী টাংগাইতে পারিনা স্যার। যদি টাটটি ওলা (বাথরুমসহ) সরকারী ঘর পাইতাম তাইলে আরামে ঘুমাইতাম। তার দুই চোঁখ অন্ধ, বয়সের ভারে এখন নানা রোগ বাসা বেঁধেছে শরীরে, হয়েছে দূর্বল।

সরকারের দেওয়া বিধবা ভাতার টাকায় চলে বৃদ্ধ ছহিনা খাতুনের খাওয়া ও ওষুধপত্র। ওই বৃদ্ধা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের রাতকুচি গ্রামে একমাত্র মেয়ের জামাই জামাল উদ্দিনের বাড়ীতে মুরগির খোয়ারের মত একটি মাটির খুপরি ঘরে বসবাস করে। মাটির দেয়ালের উপরে পুরনো টিনের চালা দিয়ে তুলা কোনমতে একজন শুয়ে থাকা যায় এমন ঘরে রাত কাটান অন্ধ ওই বৃদ্ধা ছহিনা খাতুন। ঘরে নেই কোন জানালা বা আলোর ব্যাবস্থা, দিন রাত সমান অন্ধকার। রয়েছে মশার অত্যাচার। বৃদ্ধা ১১ বছরের নাতি ফরিদুলের কাঁধে হাত দিয়ে ভিক্ষাকরে আর বিধবা ভাতার টাকা দিয়ে কোনমতে জীবন চলছে তার।

তার একমাত্র মেয়ে ফুলভানু বলেন, আমার মা খুব কষ্টে আছে। মায়ের থাকার কোন জায়গা নেই আমি নিজেইে আমার স্বামীর থাকার ঘরের পাশে মাটি দিয়ে মুরগির খোয়ারের মত করে থাকতে দিয়েছি। এতে তার অনেক কষ্ট হয়। মশার যন্ত্রনায় ঘুমাতে পারে না।

স্থানীয়রা জানান, প্রায় ২২-২৩ বছর পূর্বে এই বৃদ্ধার স্বামী জনাব আলী মারা যায়। তার স্বামীরও কোন জায়গা ছিল না অন্যের বাড়ীতে থাকত। স্বামী মারা যাওয়ার কয়েক বছর পর বৃদ্ধার এক চোখ নষ্ট হয়ে যায় অর্থের অভাবে চিকিৎসা না করে কিছুদিন পর অন্য চোখও নষ্ট হয়ে যায়। প্রায় ১০ বছর ধরে অন্ধ হয়েই কষ্ট করে মানবেতর জীবন যাপন করছেন তিনি।

সংশ্লিষ্ট নয়াবিল ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, খোঁজ নিয়ে দেখব যদি ঘর দেওয়ার সুযোগ থাকে তাহলে ঘরের ব্যাবস্থা করব।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন বলেন, বৃদ্ধা ছহিনা খাতুন নয়াবিল ইউনিয়নে আমাদের নির্দিষ্ঠস্থানে যদি ঘর নিতে চায় তাহলে আমরা ঘরের ব্যাবস্থা করতে পারব।

শেয়ার