এসময় হুইপ আতিক বলেন, আমাদের সরকার নিম্ন আয়ের মানুষের জন্য কমদামে টিসিবির পণ্য পৌছে দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নজরে সারা বাংলাদেশ। জনগণের জন্য তিনি সবসময় ভাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ.জেড. মোরশেদ আলী, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, বানিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফিরোজ আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ পারভীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শারমিন রহমান অমি, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, প্যানেল মেয়র নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশিদ বলেন, ইতোমধ্যে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে উপকারভোগী পরিবারের তালিকা তৈরি করে। আমরা সরকারি নির্দেশনানুযায়ী জেলায় টিসিবির পণ্য বিক্রি শুরু করেছি।
উদ্বোধনী দিনে শেরপুর জেলায় মোট ২৭ পয়েন্টে ১৬ হাজার ৬১০ জনের মাঝে টিসিবির পণ্য বিক্রি হয়।