Top
সর্বশেষ

তেল মজুত করায় জরিমানা

২০ মার্চ, ২০২২ ৩:২৭ অপরাহ্ণ
তেল মজুত করায় জরিমানা
নওগাঁ প্রতিনিধি :

২০ হাজার লিটার সয়াবিন তেল অবৈধ ভাবে মজুদ রাখার অপরাধে নওগাঁর নিয়ামতপুরে এক ব্যাবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার রাতে নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদ সংলগ্ন বাজারের পাশে উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের চালের গুদাম ঘরে উপজেলা প্রশাসন ও এনএসআই যৌথ অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।

নওগাঁর নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউনও) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতীয় নিরাপত্তা গোয়ন্দা সংস্থা জেলা (এনএসআই) এর গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর উপজেলা পরিষদ সংলগ্ন বাজারের পাশে চালের গুদাম ঘরে হুমায়ুন কবির (৩৮) এর মেসার্স হাবিবা স্টোরে অভিযান চালানো হয়। এসময় অসৎ উদ্দেশ্যে অবৈধ ভাবে ১০০টি ড্রামে ২০ হাজার লিটার সয়াবিন তেল মজুদ রাখার অপরাধে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো বলেন, এ সময় মজুদকৃত তেল আগামী ৫ দিনের মধ্যে সরকারি বাজার মূল্যে বিক্রি করার নির্দেশ দেয়া হয়। এছাড়াও হুমাযুন কবিরকে লাইসেন্স বিহীন অবৈধ ভাবে ব্যবসা পরিচালনা ও গুদামজাত করার অপরাধে তাকে প্রাথমিকভাবে সতর্ক করা হয় এবং ব্যবসায়িক লাইসেন্স আগামী ৫ কর্মদিবসের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। অভিযানে উপজেলা প্রশাসন, এনএসআই ও
পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার