কিকঅফের পর থেকেই টাঙ্গাইল জেলার কিশোরীরা ছন্দময় ফুটবল খেলতে থাকে। এতে নেত্রকোনা জেলার খেলোয়াড়রা চাপে পড়ে। টাঙ্গাইলের আক্রমনের ধার বাড়লে নেত্রকোনার অর্ধেই খেলা চলতে থাকে। একপর্যায়ে ২৮ মিনিটের মাথায় টাঙ্গাইলের ৯ নং জার্সিধারী স্ট্রাইকার তানজিলা আফরোজ হীরা প্রতিপক্ষের
ডি-বক্সের মাথায় দুই খেলোয়াড়কে কাটিয়ে দর্শনীয় শটে গোল করে। প্রথমার্ধে আর কোন গোল না হওয়ায় ১-০ গোলের অগ্রগামিতায় বিরতিতে যায় টাঙ্গাইলের কিশোরীরা।
বিরতির পর টাঙ্গাইলের আক্রমণের ধার আরও বেড়ে যায়।নেত্রকোনার কিশোরীরা কেবল প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করতেই ব্যস্ত সময় পার
করে। দ্বিতীয়ার্ধের ৪৬ মিনিট ও ৫৪ মিনিটে নেত্রকোনার তানজিলা আফরোজ হীরা আরও দুই গোল করে হ্যাট্রিক পূর্ণ করেন। দলের পক্ষে ৫৮ মিনিটে অপর গোলটি করেন ৮ নং জার্সিধারী মিডফিল্ডার সুরমা আক্তার।
এর আগে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ বেলুন উড়িয়ে শেরপুর ভেন্যুর খেলা উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ফুটবল
এসোসিয়েশনের (ডিএফএ) সভাপতি মানিক দত্ত। এসময় সদর উপজেলা পরিবার- পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, ডিএফএ সাধারণ সম্পাদক হাকিম বাবুল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, বাফুফে কর্মকর্তা মানস বোস বাবুরাম, বাফুফে কোচ আমিন রানা সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কমিটি ফর ওমেন্স ফুটবলের আয়োজনে জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় শেরপুর ভেন্যুতে স্বাগতিক শেরপুর
সহ ৫টি জেলার অ-১৪ নারী ফুটবল দল অংশগ্রহণ করছে।