Top
সর্বশেষ

ডিজিটাল সেট টপ বক্সে দেখা যাবে আড়াইশ দেশী-বিদেশী চ্যানেল

২১ মার্চ, ২০২২ ৫:০০ অপরাহ্ণ
ডিজিটাল সেট টপ বক্সে দেখা যাবে আড়াইশ দেশী-বিদেশী চ্যানেল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

বাংলাদেশে মূলত অ্যানালগ ব্যবস্থায় কেবল টিভি চ্যানেলের সম্প্রচার করা হয়। কেবল অপারেটরদের সার্ভার থেকে অ্যানালগ সিগন্যাল গ্রহণ করে ডিজিটালি টেলিভিশনে পাঠায়। এর চেয়ে নিখুঁত, ঝকঝকে ছবি পাওয়া যায় সেট টপ বক্স ব্যবহারে। অ্যানালগ ব্যবস্থায় ৬০টির মতো টিভি চ্যানেল দেখা গেলেও সেট টপ বক্স লাগালে গ্রাহকরা আড়াইশ’র মতো চ্যানেল দেখতে পারেন।

সরকারের সীধান্ত অনুযায়ী, পরিষ্কার ছবি ও ২৫০টির বেশি দেশী-বিদেশী চ্যানেল দেখতে টিভিতে ডিজিটাল সেট টপ বক্স ব্যবহার নিশ্চিত করতে ক্যাবল অপারেটরদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার (২১ মার্চ) দুপুরে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার দক্ষিণশহর বিনোদন পার্কে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় গ্রাহকদের মাঝে ডিজিটাল সেট টপ বক্স প্রদান কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় ক্যাবল অপারেটররা বলেন, গ্রাহকরা চাইলে আড়াইশ, দেড়শ বা একশ চ্যানেলের জন্য আলাদা আলাদা প্যাকেজও নিতে পারেন। এতে বাংলাদেশে চ্যানেল, নিউজ চ্যানেল, শিশুদের চ্যানেলের আলাদা আলাদা অপশন থাকে। কেবল টিভি দেখার জন্য যে পোর্টটি সরাসরি টেলিভিশনে যুক্ত করা হয়, সেটি সেট টপ বক্সে লাগাতে হবে। সেই বক্স থেকে ইউএসবিএন কেবলের মাধ্যমে সিগন্যাল টেলিভিশনে পাঠানো হয়।

তারা আরও বলেন, বাংলাদেশের বাজারে যন্ত্রটি সহজলভ্য নয়। এটি মূলত চীনে উৎপাদিত হয়। কেবল অপারেটররাই চীন থেকে আমদানি করে গ্রাহকদের বাসায় স্থাপন করে দিবো। তবে চাইলে গ্রাহকরা বাজার থেকে কিনেও নিতে পারে। সেট টপ বক্সের দাম বাজার ভেদে ১৬-১৮ শত টাকা থেকে ৪ হাজারের মধ্যে পড়ে। সেট টপ বক্সের জন্য এককালীন কিংবা কিস্তিতে আলাদাভাবে অর্থ পরিশোধ করতে হবে। মাসিক ফি আলাদাভাবে দিতে হবে, সেটি নির্ভর করতে গ্রাহকরা কোন প্যাকেজ ব্যবহার করছেন সেটির উপর।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। ইকো চ্যানেল নেটওয়ার্কের পরিচালক তাজ মো. আসফাক হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, পরিচালক জামাল আব্দুল নাসের পলেন, মোতাহার হোসেন বুলু, ভাবনা ক্যাবল নেটওয়ার্কের সিও সাহিন আখতার বাবু, মহানন্দা কেবল নেটওয়ার্কের পরিচালক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি আজিম উদ্দিন, সোনার বাংলা ক্যাবল নেটওয়ার্কের পরিচালক ও আনন্দ টিভির জেলা ফারুক হোসেন অন্যান্যরা। সভা শেষে বিভিন্ন ক্যাবল অপারেটরদের মাঝো পরীক্ষামূলক কার্যক্রমের জন্য ডিজিটাল সেট টপ বক্স প্রদান করা হয়।

 

শেয়ার