Top
সর্বশেষ
মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

মা‌নিকগ‌ঞ্জে পিকআপ চাপায় ছাত্রী-শি‌ক্ষিকার মৃত্যু

২১ মার্চ, ২০২২ ৬:২৬ অপরাহ্ণ
মা‌নিকগ‌ঞ্জে পিকআপ চাপায় ছাত্রী-শি‌ক্ষিকার মৃত্যু
আহমেদ পিয়াল, মানিকগঞ্জ :

মানিকগঞ্জের শিবালয়ে আব্দুল আলীম মেমোরিয়াল স্কুলে ঠিকাদারী কাজের গাড়ীর চাপায় শিক্ষিকা ফাতেমা নাসরিন (৪০) এর মৃত্যুতে তার গ্রামের বাড়ী ডাকলায় এক শোকের ছায়া নেমে এসেছে। আপনজনের এমন মৃত্যুকে কিছুতেই মেনে নিতে পারছেন না নিহত ফাতেমার পরিবার।

সোমবার সকাল ১১ টার দিকে হঠাৎ খবর আসে স্কুলে একটা গাড়ী চাপার দুর্ঘটনা ঘটেছে। কয়েকজন মারাও গেছে এমন খবর পেয়ে দৌড়ে আসে অহনা (১৪)। ঘটনাস্থলে এসে দেখে তার মা ফাতেমা নাসরিন সেখানে নেই। ঘাতক পিক-আপের চাপায় মা ফাতেমা নাসরিনের কি হয়েছে সে আর ঐ সময়ে জানতে পারেনি। নিহত ফাতেমা নাসরিন ঐ স্কুলের সিনিয়র শিক্ষিকা ছিলেন। এছাড়াও ওই স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী সহিদুল ইসলামের মেয়ে জারিন তাসনিম (৭) ঘটনাস্থলেই মারা গেছে।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, ঠিকাদারী প্রতিষ্ঠান এনডিই কোম্পানির ওই গাড়িটি স্কুল কর্তৃপক্ষকে ভাড়া দিয়ে স্কুলের মাঠেই রাখতো। সকালে শিক্ষার্থীরা খাবার বিরতির সময় মাঠে আসে। এসময় গাড়ির চালক গাড়িটিকে স্কুল থেকে বের করার উদ্দেশ্যে চালু করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই শিক্ষার্থী তাসনিম মারা যায়। এতে শিক্ষিকা ফাতেমাসহ আরো ৪/৫ জন গুরুতর আহত হন। পরে তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষিকার মৃত্যু হয়।

অপরদিকে এমন দুর্ঘটনায় পুরো এলাকায় এক ধরনের ক্ষোভের জন্ম নিয়েছে। কেউই মেনে নিতে পারছেন না ফাতেমার এই অকাল মৃত্যুকে। তারা কেবলই দোষারোপ করছে এবং বলছে এটি কোনো দুর্ঘটনা হতে পারে না। পরিবারের দাবি যে ফাতেমা চলে গেছে সে হয়তো আর আসবে না। তবু প্রশাসনের কাছে তাদের প্রত্যাশা এই হত্যা কান্ডের সুষ্ঠু বিচার হবে। যেন ভবিষ্যতে এমন দুর্ঘটনায় কারও মৃত্যু না হয় এই বলে স্বামী আওলাদ হোসেন কান্নায় ভেঙ্গে পড়েন।

এদিকে ঘটনার পর পর স্কুলের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক পালিয়ে যেতে সক্ষম হলেও ঘাতক গাড়িটির চালককে আটক করেছে এলাকাবাসী। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান এবিষয়ে প্রয়োজনীয় আইগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার