Top
সর্বশেষ

নবাবগঞ্জে মঞ্চ মাতাবেন জেমস ও মমতাজ

২২ মার্চ, ২০২২ ৯:২১ অপরাহ্ণ
নবাবগঞ্জে মঞ্চ মাতাবেন জেমস ও মমতাজ
রিফাত কান্তি সেন :
ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মঞ্চ মাতাতে কাল আসছেন ব্র্যান্ড গুরু নগর বাউল ‘জেমস’। এছাড়া আরো থাকবেন মমতাজ ও তাপস। 
মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সূত্র বলছে, মহান জাতীয় সংসদে ‘জয় বাংলা’ কে জাতীয় স্লোগান ঘোষণার প্রস্তাবক ছিলেন সালমান এফ রহমান।
আর সেজন্যই নবাবগঞ্জের সর্বস্তরের জনগন তাকে সংবর্ধনা দেয়ার নিমিত্তে এ কনসার্ট এর আয়োজন করবে। জেমস উপমহাদেশের একজন প্রখ্যাত রকস্টার। তার কণ্ঠের যাদুতে মুগ্ধ কোটি ভক্ত।
বেশীরভাগ অ্যালবাম হৃদয় কেড়েছে শ্রোতার। বিশেষ করে, জেল থেকে বলছি(১৯৯০),  নগর বাউল (১৯৯৬), লেইস ফিতা লেইস (১৯৯৮) দুষ্ট ছেলের দল (২০০১)।
এছাড়া তার একক অ্যালবামের গান ও হিট। দুঃখিনী দুঃখ করোনা, ঠিক আছে বন্ধু, আমি তোমাদেরই লোক, জনতা এক্সপ্রেস, তুফান, কাল যমুনা।
২০০৫ সালে দেশের গন্ডি পেরিয়ে ওপার বাংলায় প্লেব্যাক করেন জেমস। বলিউডের ব্যবসা সফল ছবি গ্যাংস্টার চলচ্চিত্রে ভিগি ভিগি গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। টিনএজের ছেলে-মেয়েদের মুখে মুখে যেন এ গান আঠার মত লেগেছিলো। এখনো যখন জেমস গানটি গেয়ে উঠেন তখন ভক্তরা যেন উল্লাসে ফেটে পরেন।
জেমস কনসার্টে আসবে এ খবরে এখন পুরো নবাবগঞ্জে চলছে উৎসবের আমেজ। ভক্ত শ্রোতারা অধীর আগ্রহে ক্ষণ গণনা করা।
শেয়ার