Top

সিলেট বিভাগের ৩ জেলা আদালতে নেই ব্রেস্ট ফিডিং কর্নার

২৩ মার্চ, ২০২২ ৩:০৩ অপরাহ্ণ
সিলেট বিভাগের ৩ জেলা আদালতে নেই ব্রেস্ট ফিডিং কর্নার
সিলেট প্রতিনিধি :

সিলেট বিভাগের ৩ জেলা আদালতেই নেই ব্রেস্ট ফিডিং কর্নার। ফলে মামলা সংক্রান্ত কাজে দুধের শিশুদের নিয়ে আদালতে আসা মায়েদের পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে। এ অবস্থায় আগামী ২৮ মার্চের মধ্যে এসব আদালতে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশ প্রদান করা হয়েছে।

জানা গেছে, আইন মন্ত্রণালয়ের (আইন বিচার বিভাগের) বার্ষিক কর্মসম্পাদক চুক্তির আওতায় সিলেটসহ সারাদেশের ৩৮ জেলায় অধস্তন আদালতে ইতোমধ্যে ব্রেস্ট ফিডিং কর্নার (মাতৃদুগ্ধপান কেন্দ্র) স্থাপন করা হয়েছে। তবে সিলেট বিভাগের ৩টিসহ দেশের ২৬ জেলায় এখনো এটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এবার অবশিষ্ট এসব জেলার জেলা ও দায়রা জজ আদালতের সুবিধাজনক স্থানে বিচারপ্রার্থীদের শিশুদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশনা জারি করা হয়েছে। সম্প্রতি আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. একরামুল হক শামীম সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন না হওয়া সিলেট বিভাগের মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জসহ বাকি ২৩টি জেলা হচ্ছে- ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, বাগেরহাট, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, রাজশাহী, পাবনা, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি, পটুয়াখালী, রংপুর, লালমনিরহাট এবং ঠাকুরগাঁও। উপরোক্ত জেলাসমূহের জেলা ও দায়রা জজকে আদালতের সুবিধাজনক স্থানে বিচারপ্রার্থীদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ২৮ মার্চের মধ্যে সুবিধাজনক স্থানে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করে ছবিসহ এ সংক্রান্ত তথ্য মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগকে জানাতে বলা হয়েছে।

এর আগে গত বছরের ৯ ডিসেম্বর দেশের ৬৪ জেলার জেলা ও দায়রা জজ আদালতের সুবিধাজনক স্থানে ৩০ ডিসেম্বরের মধ্যে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করতে বলা হয়। একই সঙ্গে যেসব জেলায় ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা হয়েছে, সেসব জেলা থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে ছবিসহ বাস্তবায়ন সংক্রান্ত তথ্য পাঠানোর জন্য অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

 

শেয়ার