Top
সর্বশেষ

ভিন্ন নামে আসছে ফেয়ার অ্যান্ড লাভলী

২৫ জুন, ২০২০ ১০:৩৬ অপরাহ্ণ
ভিন্ন নামে আসছে ফেয়ার অ্যান্ড লাভলী

বদলে যাচ্ছে ত্বকের যত্নে প্রসাধন পণ‌্য হিসাবে বহুল ব্যবহৃত ফেয়ার অ্যান্ড লাভলীর নাম।  ভিন্নরূপে ও ভিন্ন নামে প্রসাধনীটি নতুনভাবে বাজারজাত করা হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) কোম্পানির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়েছে।

ইউনিলিভার তার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, স্কিনকেয়ার পোর্টফোলিও বা ত্বকের যত্নে ব্যবহৃত প্রসাধন কোম্পানির ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ‘ফেয়ার অ্যান্ড লাভলী’র নাম পরিবর্তন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এটিকে আরও সার্বজনীন সৌন্দর্যের লক্ষ্যে ব্র্যান্ডকে এগিয়ে নিতে ‘ফেয়ার অ্যান্ড লাভলী’ নামটির মধ্য থেকে ‘ফেয়ার’ শব্দটি ব্যবহার বন্ধ করবে কোম্পানি। ব্র্যান্ডটির নতুন নাম অনুমোদনের অপেক্ষায় রয়েছে।  আগামী কয়েক মাসের মধ্যে নামটি পরিবর্তনের এই প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে।

প্রসাধন জগতে প্রযুক্তিগত উৎকর্ষতায় ‘ফেয়ার অ্যান্ড লাভলী’ একটি অগ্রগামী ব্র্যান্ড। গত দশকে ‘ফেয়ার অ্যান্ড লাভলী’র বিজ্ঞাপন প্রচারণায় বিবর্তনের মাধ্যমে নারী ক্ষমতায়নের বার্তা তুলে ধরা হয়েছে।

শেয়ার