Top
সর্বশেষ

অব্যবস্থাপনায় মালদ্বীপে বাংলাদেশ দল

২৩ মার্চ, ২০২২ ৪:৫৬ অপরাহ্ণ
অব্যবস্থাপনায় মালদ্বীপে বাংলাদেশ দল
স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশের নতুন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে প্রথম বিদেশ সফরেই অব্যবস্থাপনা দেখা দিয়েছে। মালদ্বীপের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ এখন মালদ্বীপের রাজধানী মালেতে। সেখানে বাংলাদেশ দলের জন্য যে আবাসনের ব্যবস্থা করেছিল মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশন সেখানে জায়গা সংকুলান না হওয়ায় কয়েকজন উঠেছেন অন্য আরেকটি হোটেলে।

খেলোয়াড়, কোচিং স্টাফ ও অফিশিয়ালরা সাধারণত একই হোটেল থাকেন। এটাই প্রচলিত নিয়ম। মালদ্বীপের মালেতে বাংলাদেশ দলের ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটেছে। ২৩ ফুটবলারসহ প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা, টিম অ্যাটেনডেন্ট, ফিজিও, ফিটনেস কোচ রয়েছেন বিহেভী হোটেলে। সহকারী দুই কোচ, গোলরক্ষক কোচ, ম্যানেজার, পর্যবেক্ষক,চিকিৎসক, মিডিয়া ম্যানেজারসহ আরও কয়েকজন রয়েছেন অন্য হোটেলে।

দ্বিপাক্ষিক প্রীতি ম্যাচে সফরকারী দলের আবাসন ও স্থানীয় আথিত্য স্বাগতিক দেশই বহন করে। বিহেভী হোটেলে মালদ্বীপ ফুটবল এসোসিয়েশন বাংলাদেশের ৩৩ জনের জন্য রুম বরাদ্দ করেছিল। মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হুসেন জাওয়াদ রুম ব্যবস্থাপনা সম্পর্কে ঢাকা পোস্টকে বলেন, ‘আমরা অফিসিয়ালদের জন্য ১০ টি সিঙ্গেল রুম ও খেলোয়াড়দের জন্য ১২ টি ডাবল রুম সহ মোট ২২ টি রুম বরাদ্দ করেছিলাম। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বিষয়টি আগেই অবগত করা হয়েছে। অফিশিয়ালদের রুমের আয়তন ছোট হওয়ায় তারা অন্য হোটেলে গিয়েছে।’

বাংলাদেশ দলের ম্যানেজার ইকবাল হোসেন অফিশিয়ালদের অন্য হোটেলে অবস্থান সম্পর্কে বলেন, ‘সেখানে রুমের আয়তন কম ছাড়াও অধিকাংশ রুম মাস্টারবেড সিস্টেম (একটি বড় খাটে দুই জন)। খেলোয়াড়দের স্বাচ্ছন্দ্যের জন্য আমরা সেই রুমগুলোকে একজন করে দিয়েছি। আমরা এক মিনিট দূরত্বে অন্য হোটেলে রয়েছি।’

অন্য হোটেলে গেলেও সেই খরচ মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনই বহন করবে, ‘অবশ্যই স্বাগতিক হিসেবে আমরাই এটি বহন করব।’ বলেন মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক।

হ্যাভিয়ের ক্যাবরেরার বাংলাদেশ দলের কোচ হয়ে প্রথম বিদেশ সফরের প্রথম দিনে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছিলেন।অফিশিয়ালদের অন্য হোটেলে যাওয়া এবং রুম ব্যবস্থাপমায় অনেক সময় নষ্ট হওয়ার গতকাল আর জিম সেশন হয়নি। উদ্ভুত সমস্যা বাফুফের ভুল বোঝাতে নাকি মালদ্বীপ ফুটবল এসোসিয়েশনের অব্যবস্থাপনা এমন প্রশ্ন উঠেছে।

এই প্রসঙ্গে জাওয়াদ বলেন, ‘আমরা যেটা করেছি সেটা আন্তর্জাতিক নিয়ম অনুসারেই। সাফেও এভাবে হয়েছে। আমাদের সব ব্যবস্থা ছিল। তারা স্বাচ্ছন্দ্যের জন্য অন্য হোটেলে গিয়েছিল আমরা সম্মত হয়েছি। আরো কিছু প্রয়োজন হলে সেটাও করব।’

মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনের ভাষ্যমতে, বাফুফেকে রুম ব্যবস্থাপনার বিষয় আগেই অবহিত করেছে। ফুটবলার ও কোচিং স্টাফের অনেকেই হোটেলের রুম ব্যবস্থাপনা সম্পর্কে বিরক্ত ছিলেন বলে জানা গেছে। বর্তমান তথ্য প্রযুক্তির আধুনিক যুগে অনলাইনে হোটেল রুমের আয়তন, সুযোগ সুবিধা সবই জানা যায়। বাফুফে আগে থেকে এই সব বিষয় নজর রাখলে আর এমন পরিস্থিতির সৃষ্টি হতো না বলে ধারণা দল সংশ্লিষ্ট অনেকের।

শেয়ার