Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

ফেনীতে শিশু হত্যা মামলায় চাচীর যাবজ্জীবন

২৪ মার্চ, ২০২২ ৫:৫৮ অপরাহ্ণ
ফেনীতে শিশু হত্যা মামলায় চাচীর যাবজ্জীবন
ফেনী প্রতিনিধি :

ফেনীর পরশুরাম উপজেলার বক্স মাহমুদ ইউনিয়নে ভাতিজা তরিকুল ইসলামকে (৩) হত্যা মামলায় চাচী আর্জিনা আক্তারকে (৩৩) যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ফেনী জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুননেছার আদালতে এ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণাকালে আসামি আর্জিনা কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী হাফেজ আহাম্মদ এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

অপরদিকে আসামী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট আবদুস ছাত্তার রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান। আদালতের বেঞ্চ সহকারী মো. কামাল উদ্দিন জানান, আসামি আর্জিনা আক্তারের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণীত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের দণ্ড য়েছেন।

পিপি হাফেজ আহমেদ জানান, জেলা ও দায়রা জজ ড. জেবুননেছার আদালতে গত বুধবার যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এ মামলার ২৫ জন সাক্ষীর মধ্যে ম্যাজিস্ট্রেট, চিকিৎসক ও বাদী সহ ১১ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। আসামী আরজিনা আক্তার ২০১৯ সালে ২৩ নভেম্বর থেকে কারাগারে রয়েছে। রায় ঘোষণার পর তাকে প‚ণরায় কারাগারে পাঠানো হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারি মোঃ কামাল উদ্দিন জানান, গত ২০১৯ সালের ২১ নভেম্বর সন্ধ্যায় উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামে বাড়ীর পাশে জমির আইল থেকে তরিকুল ইসলাম নামে তিন বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়। ওই শিশু দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের মাওলানা আবু বকরের একমাত্র ছেলে। এ ঘটনায় পরশুরাম মডেল থানায় শিশুর বাবা বাদী হয়ে অজ্ঞাত আসামী হত্যা মামলা দায়ের করেন।

২৩ নভেম্বর দুপুরে সন্দেহভাজন হিসেবে চাচী আরজিনা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করে তদন্তকারী কর্মকর্তা ও পরশুরাম মডেল থানার তৎকালীন ওসি (তদন্ত) মাহবুবুর রহমান। একই বছরের ২৪ নভেম্বর বিকালে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম তানিয়া ইসলামের আদালতে আর্জিনা আক্তার (৩৫)’কে হাজির করলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিম‚লক জবানবন্দি দেন। ওসি (তদন্ত) মাহবুবুর রহমান ছাগলনাইয়া থানায় বদলি হলে তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই রিয়াউল জব্বারকে। ২০২০ সালের ৩ সেপ্টেম্বর আরজিনাকে অভিযুক্ত করে তদন্তকারী কর্মকর্তা এসআই রিয়াউল জব্বার আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ২০২০ সালের ১০ ডিসেম্বর চার্জ গঠন করে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। ২০২১ সালের ১২ জানুয়ারী এ মামলার

সাক্ষ্যগ্রহণ শুরু হয়। গত ১৪ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রিয়াউল জব্বার ও পুলিশ কনস্টেবল রঞ্জন চাকমার সাক্ষ্যগ্রহণ শেষে সাক্ষ্যগ্রহণ পর্ব সমাপ্ত করেন আদালত। তদন্তকারী কর্মকর্তা এ মামলায় ২৫ জনকে সাক্ষী করা হয়েছে।

 

শেয়ার