Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

কুবিতে সাংবাদিককে মারধর এবং হত্যার হুমকি

২৫ মার্চ, ২০২২ ১২:৪৭ অপরাহ্ণ
কুবিতে সাংবাদিককে মারধর এবং হত্যার হুমকি
কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) এক সাংবাদিককে মারধর ও আরেকজনকে হত্যার হুমকি দিয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী বিশ্বজিৎ সরকার।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এ ঘটনা ঘটে। মারধরের শিকার সাংবাদিককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী ও আরটিভি এবং বাংলাদেশের আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাবিবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহেদী হাসান মুরাদের সাথে দেখা করতে আসেন। এসময় রুম পরিষ্কার করছিলেন মেহেদী হাসান মুরাদ। রুম পরিষ্কারের এক পর্যায়ে ছাত্রলীগ নেতা ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী বিশ্বজিৎ সরকার তিন তলায় পানি ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে মুরাদকে নিয়ে বাজে মন্তব্য করতে থাকেন এবং তাদেরকে দেখে নেওয়ার হুমকি প্রদান করেন বিশ্বজিৎ। এসময় হাবিবুর রহমান এমন মন্তব্য কেন করছেন জানতে চাইলে মারধর শুরু করেন ও গালি দিতে থাকে। মারধরের এক পর্যায়ে মেহেদী হাসান মুরাদ কি হয়েছে জানতে চাইলে তার উপর ক্ষিপ্ত হয়ে আসে বিশ্বজিৎ এবং চিৎকার করে বলেন, “এ হলে অস্ত্রের অভাব নেই, গুলি করে মাথার খুলি উড়িয়ে দিব। আমি ছাত্রলীগ নেতা, সাংবাদিকতায় পড়ি। আমাকে কে কি করবে?” পরে আহত সাংবাদিক হাবিবুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মারধরের শিকার হাবিবুর রহমান বলেন, আমি মুরাদ ভাই এর সাথে দেখা করতে ওনার রুমে যাই, সেসময় উনি রুম পরিষ্কারের পর বারান্দায় জমা পানি পরিষ্কার করছিলেন। আমিও ওনাকে সহযোগীতা এক করছিলাম একপর্যায়ে বিশ্বজিৎ ভাই এসে রাগারাগি করতে থাকেন। এসময় তিনি হুমকিসহ অশ্রাব্য ভাষায় গালাগালি করতে করতে মুরাদ ভাইকে মারতে উদ্ধত্য হন, এইসময় আমি ওনাকে এমন আচরণ কেন করছেন জানতে চাইলে উনি আমাকে অনবরত চড়-থাপ্পড় মারতে থাকেন।

এ বিষয়ে দৈনিক ইনকিলাবের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহেদী হাসান মুরাদ বলেন, আমার রুম পরিষ্কার করছিলাম। ছেলেটিকে আমি চিনিও না। হুট করেই এসে সমিতিকে এবং আমাকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করতে থাকেন। এক পর্যায়ে হাবিব কারণ জানতে চাইলে তাকে মারধর করতে থাকে এবং গালাগাল দিতে থাকেন। পরে আমাদেরকে হত্যার হুমকিও দেয়।

এছাড়া একটি অনলাইন পোর্টালে প্রক্টরিয়াল বডি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষের কাছে ছাত্রলীগ নেতা বিশ্বজিৎ সরকার উলটো মারধরের অভিযোগ দিয়েছেন বলে উল্লেখ করা হলেও কোনো অভিযোগ আসেনি বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকী এবং হলের প্রাধ্যক্ষ ড. মোকাদ্দেস-উল ইসলাম। প্রক্টর বলেন, অভিযোগ দেয়া হয়েছে এটা ভুল কথা। আমার কাছে কোনো অভিযোগ আসেনি। এটা বসে সমাধান করার বিষয়। এ বিষয়ে হল প্রাধ্যক্ষ বলেন, আমার কাছে কোনো অভিযোগ আসেনি। এদিকে একটি পক্ষ জোরপূর্বক বিশ্ববিদ্যালয়ের মেডিকেল থেকে জোরপূর্বক প্রেসক্রিপশন নিয়ে কুমিল্লা মেডিকেলে ভর্তি করিয়ে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করে।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মাজেদ বলেন, আমি ঘটনার পর সাংবাদিকতা বিভাগের বিশ্বজিৎ কে নিয়ে বসেছিলাম। পরে আমি নামাজ পড়তে যাই। কিন্তু সে তার বিভাগের দ্বারা প্রভাবান্বিত হয়ে মেডিকেল এ গেছে। তবে আমার কাছে তাকে প্রাথমিকভাবে চিকিৎসা নেয়ার মতো মনে হয়নি।

শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, দুপুরে এটার বিচারে বসেছিলাম। বিশ্বজিৎ কে দেখে তো হাসপাতালে নিতে হবে এমনটা মনে হয়নি। সাংবাদিক মারধর এবং হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এর সত্যতা পেলে বসে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেয়া হবে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের কর্মকর্তা ডা. হেলাল মোর্শেদ বলেন, একজন এসেছিলো। তাকে মেডিকেল নেয়ার মতো কিছু আমার কাছে মনে হয়। তারা ফরওয়ার্ড করতে বলেছে বিধায় আমি কুমিল্লা মেডিকেল এ ফরওয়ার্ড করেছি।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী বিশ্বজিৎ সরকারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

সাংবাদিককে হুমকির বিষয়ে জানতে চাইলে প্রক্টর বলেন, আমি লিখিত অভিযোগ পাইনি। মুখে শুনেছি। অভিযোগ পেলে ব্যাবস্থা নিবো।

শেয়ার